ওভুলেশন বা ডিম্বানু মুক্ত না হওয়ার জন্য বন্ধ্যত্ব হলে উপসর্গ ও কারন ও করনীয় সম্বন্ধীয় কিছু তথ্য:

উপসর্গ :

অনিয়মিত পিরিয়ড ।

দুই পিরিওডের মাঝে ৩৫ দিনের অধিক গ্যাপ ।

দেড় মাস থেকে ১ বছর পরও পিরিয়ড হতে পারে ।

ঔষধ খেয়ে পিরিয়ড করাতে হয় ।

মিলনে অনিচ্ছা ।

সহবাসের সময় ও পরে ব্যথা ।

ত্বক খসখসে ।

খিটমিটে মেজাজ ।

বন্ধ্যাত্ব ।

কারন :

* পুরুষালী হরমোনের (androgen / testosteron ) আধিক্য এবং মেয়েলি হরমোন (oestrogen) এর সল্পতা – pcos এ এরকম ঘটনা ঘটে ।

* থায়রয়েড হরমোনের আধিক্য( হাইপার থায়রয়ডিজম) অথবা স্বল্পতা ( হাইপো থায়রয়ডিজম)

* প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য(হাইপার প্রোল্যাক্টিনেমিয়া ।

* স্থূলতা বা অতিরিক্ত মুটিয়ে যাওয়া ।
বসে থাকলে এবং ফাস্ট ফুড খেলে এমন অবস্থা হয় ।

* চকলেট সিস্ট থাকলে ।

* এন্ডোমেট্রিওসিস হলে ।

* গর্ভাশয়ে টিবি বা অন্য ইনফেকশন এর কারনে অনেক অঙ্গ একসাথে জট পাকালে ।

* ওভারিতে ডিমের সংখ্যা কমে গেলে । এ অবস্থাকে diminished ovarian reserve /DOR বলে ।

করনীয়:
ইতিহাস ও টেস্ট এর ভিত্তিতে কারন
সনাক্ত করে চিকিৎসা প্রদান ও গ্রহন