জন্মনিরোধক খাবার বড়ি সেবন সত্তেও অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি হওয়ার কারনগুলো জেনে নিন

জন্মনিরোধক  খাবার  বড়ি  সেবন  সত্তেও  অনাকাঙ্ক্ষিত  প্রেগনেন্সি  হওয়ার  কারনগুলো  জেনে  নিন 

* মাসিকের  প্রথম  দিন (মতান্তরে  প্রথম  ৫ দিনের  মধ্যে ) বড়ি  খাওয়া  শুরু  না  করলে  ।

* প্রতিদিন  নির্দিষ্ট  সময়ে  পিল  না খেলে

* প্রতিদিন  পিল  খেতে  ভুলে  গেলে

* অতিরিক্ত  বমি  বা  ডায়রিয়ার  সময়  ব্যাক আপ  পিল (বাড়তি  বড়ি  ডাক্তারের পরামর্শ  অনুযায়ী ) বা  কনডম  ব্যবহার  না করলে ।

*পেটের  পীড়ার  কারনে  পিল  শোষিত  না হলে ।

* পিল  খাওয়ার  ২ ঘন্টার  মধ্যে  পিল  বমি  হয়ে  বেরিয়ে  গেলে এবং সচেতন  না হলে  ।

*শুধুমাত্র  যে  কয়দিন  স্বামী  বাড়িতে  থাকেন  সে  কয়দিন  পিল  খেলে ।

* বিশেষ  কতগুলো  ঔষধ  (কিছু  এন্টিবায়ও  টিক.  .গ্র্যাসোফুলভিন . .রিফামপিকসিন ) চলাকালীন  অবস্থায় -পিলের  কার্যকারিতা  কমে  যায়  ।

* হারবাল / প্রাকৃতিক  সাপ্লিমেন্ট নিলে  । ইসবগুলের  ভূষি  খেলেও   পিল  অকেজো  হতে  পারে  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

1 thought on “জন্মনিরোধক খাবার বড়ি সেবন সত্তেও অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি হওয়ার কারনগুলো জেনে নিন”

  1. I precisely had to say thanks all over again. I’m not certain the things I could possibly have created in the absence of the actual creative ideas discussed by you concerning such concern. It absolutely was a real depressing concern for me personally, but considering a new professional fashion you handled it forced me to cry for delight. I’m grateful for the assistance and as well , expect you comprehend what a powerful job that you are carrying out educating men and women by way of a web site. I am certain you’ve never come across all of us.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *