এন্ডোমেট্রিওসিস-(পর্ব -২)

এন্ডোমেট্রিওসিস-(পর্ব -২)

   বিস্তর  অনুযায়  এন্ডোমেট্রিওসিস কে   চিকিৎসা  বিজ্ঞান  এ  কয়  ভাগে  ভাগ  করা  হয়েছে ?

৪ ভাগে  ।

এন্ডোমেট্রিওসিস খুব  সামান্য  হলে  

 ল্যাপরোস্কোপিতে  কেমন দেখায় ?

ছোট ছোট  গোলাপি  ফোস্কা  বা  দানা

সাদা  গুটি   গুটি  ক্ষত   চিহ্ন

পুড়ানো  ম্যাচের কঠিন  মাথার  মতো

অত্যধিক  মাত্রায় এন্ডোমেট্রিওসিসঅগ্রসর  হলে  কি  কি  হতে  পারে ?

* চকোলেট  সিস্ট /এন্ডোমেট্রিওমা

তৈরি  হয়

* পিরিয়ডের  সময়  ডিম্বাশয়  এ  রক্ত  জমা হয় বলে  ডিম্বানুআর সংখ্যা  ও গুনগত  মান  কমতে  থাকে ;আকারেও  বড়  হতে  পারেনা

* ডিম্বানু মুক্তি পায়না ;পেলেও  ত্রুটিযুক্ত  টিউব  ডিম  ধরতে  পারেনা ;ধরলেও  টিউবে  বিস্কাত্ব  পরিবেশে ভ্রুন  তৈরি  হতে  বাধা  আসে

* ডিমকে  অনেক  সময়  ম্যাক্রোফেজ  খেয়ে  ফেলে

* টিউব  ফুলে যায় অথবা  টিউবের  নালি  অসম  হয়

* ডিম্বাশয়ের  সাথে  টিউবের  স্বাভাবিক  অবস্থানের  ব্যাত্যয়  ঘটে

* টিউব .ডিম্বাশয় . অন্ত্র  ও ওমেনটাম  একসাথে  দলে  বাধে

এক্টোপিক  প্রেগনেন্সি  হতে  পারে

*সিস্ট  ফেটে  জরুরি  অবস্থার  সৃস্টি  হলে  অপারেশন  করতে  হয়

* গর্ভধারণ  হয়না .মেডিসিন  এ  ব্যথা  লাঘব  হয়  না

চকোলেট  সিস্ট  কেন  তৈরি  হয় ?

ডিম্বাশয়  এর  ভিতরে  রক্ত  জমে জমে  এই  সিস্ট  তৈরি  হয়

 এ রকম  নামকরন  কেন ?

 জমাকৃত  পুরাতন  রক্ত  ও বিষাক্ত  পদার্থ  মিলে  চকোলেটের  মতো গাড়  খয়েরী  রং  ধারণ  করে  বলে

চকোলেট  সিস্ট  কি  কি  অসুবিধা  করতে  পারে ?

তলপেট  ব্যথা  হয়

 মোচড়  খেলে  জরুরি  পরিস্থিতি  সৃস্টি  হলে  অপরেশোন  লাগে

একা  ফেটে  গেলে  দূষিত  পদার্থ  বোস্তীকোটরের  সব  অংগের উপর  পড়লে  দলা  বাঁধে  এবং  পেটে  তীব্র  ব্যথা  হয় ;মেডিসিন এ  উপশম  না  হলে  অপরেশোন  লাগে ।

চিকিৎসা  :

ব্যথা  নাশক  মেডিসিন

হরমোন

অপারেশন

অপারেশন  কিভাবে  করা  হয় ?

ল্যাপরোস্কোপি

পেট  কেটে

এন্ডোমেট্রিওসিস এর  কারনে  বন্ধ্যাত্বের  চিকিৎসা  কি  কি ?

ডিম্বাশয়  উদ্দীপ্ত  করা

IUI

IVF(টেস্ট  টিউব  বেবি )।

এন্ডোমেট্রিওসিস হলে  বসে  না  থেকে  চিকিৎসা  নেওয়া  জরুরি ।