টেস্ট টিউব / IVF পদ্ধতির সফলতার হার কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে ?

টেস্ট  টিউব / IVF পদ্ধতির  সফলতার  হার   কোন  কোন  ফ্যাক্টরের  উপর নির্ভর  করে ?

আমরা  অনেকেই  মনে  করি  টেস্ট  টিউব  পদ্ধতি  ১০০% সহায়ক  বাচ্চা / প্রেগনেন্সি আসার  জন্য । আসলে  এটি  আমাদের  ভুল  ধারনা ।  অনেক  IVF সেন্টার  প্রচার  করে  – সফলতার  হার  ৬০ %।বাস্তবে  সফলতা  নির্ভর  করে  নিম্নোক্ত   ফ্যাক্টরের উপর —

১। দম্পতিরা  বয়স  বিশেষ  করে  নারী  সংগীনির  বয়সের   উপর ।

২।ডিম্বানু এবং  শুক্রানুর  গুনগত  মান  বা  সংখ্যার  উপর ।

৩। ডিম্বানু  ও  শুক্রানুর  বিশেষ প্রোটীন  এর  উপর  যা  পরীক্ষা  করে  বুঝতে  হয় । একমাত্র  জাপান  এই   বিশেষ  প্রোটীন সনাক্ত  করে  সফল  চিকিৎসা  ব্যবস্থা  নিতে  সমর্থ  হয়েছে ।

৪ । IVF  পদ্ধতি  সম্পাদনকারী  ডাক্তার  স্টাফ  এর  পারদর্শীতা  ও ব্যবহৃত  যন্ত্রপাতির  উপর ।

৫ ।   শুক্রানু  এবং  ডিম্বানুর  মিলনে তৈরী ভ্রুনের  গ্রেডের ( বাহ্যিক  আকৃতি ও  কলিটি / গুণগতমান ) উপর যা  ইমব্রাওলোজিস্ট  করে  থাকেন ।

৬ । জরায়ুর  প্রতিস্থাপন  ক্ষমতার  উপর ।  এটি  জরায়ুর  ভিতরের  আবরণের  ঘনত্ব মসৃণতা / স্নিগ্ধতার   নির্ভরশীল  ।

-৭ । মেয়েদের  শরীরে  বিদ্যমান  জিনের  উপর ; অনেক  জিন  জরায়ুতে  প্রতিস্থাপননে  বাঁধা  দেয় ।

৮ । মেয়েদের  মেডিকেল  রোগের  অবস্থিতির  উপর .যেমন ; ডায়াবেটিস .উচ্চ  রক্তচাপ .থাইরয়েড  সোরিয়াসিস. এস এল  ই (SLE). ইত্যাদির  উপর ।

৯। শরীরে  হরমোনের  ভারসাম্যতার উপর  ।

 ১০ । জরায়ুর  গঠনগত  ত্রুটির   উপর ।

১১। পেল্ভীক / বস্তিকোটরের  এন্ডোমেট্রিওসিসএবং  জরায়ুর  ফাইব্রোয়েড  ও এডেনোমাইওসিস এর  উপর  ।

সুতরাং .শুধু  অর্থের  যোগান  দিয়া  টেস্ট  টিউব  বেবি  নিতে  চাইলেই  হবেনা  সবকিছু  সম্বন্ধে  ধারনা  নিয়াই  এ  পথে  যেতে  হবে ।