ডিম্বাশয় উদ্দীপ্তকরন ও একের অধিক সন্তান ধারণ

ডিম্বাশয়  উদ্দীপ্তকরন   ও একের  অধিক  সন্তান  ধারণ 

ডিম্বাশয়  উদ্দীপ্ত  করার  ঔষধ  সেবন  করে  ৩৫ বছর বয়সে  কিশোরগঞ্জের  মিসেস  রুমানা  বিবাহের ১২বছর পর  ১২ অক্টোবর  ২০১৮ জমজ  সন্তান  প্রসব  করে  বন্ধ্যত্বের  কস্ট  থেকে  মুক্তি  পেলেন  ।  তাঁর  বাচ্চা   ২ টি  গর্ভে  উল্টো  ছিলো  বলে  সিজার  করেছি.  বাচ্চা   ২ টির  ওজোন  যথাক্রমে  ২.৭  ও ২.৬  কে জি .;২ টি  সন্তান  ই  ছেলে । গর্ভধারনের  জন্য  ১০ বছর  ধরে   বহু  ফকির/  দরবেশ এবং  কবিরাজের  দ্বারে  দ্বারে  ধন্যা দিয়াছেন   ।

 বন্ধ্যাত্বের    চিকিৎসা হিসাবে  ডিম  সংখ্যায় বৃদ্ধি  ও আকারে  বড় করার  ঔষধ  এর বদৌলতে একের  অধিক  সন্তান  গর্ভে  আসতে  পারে ।   গতকাল   থেকেই  রুমানা  ও তাঁর  পরিবারের  সবাই    খুশিতে বিভোর । সকল নারী  মাতৃত্বের স্বাদ  পেয়ে  জীবনচক্র  পুর্ন  করুন  এ দোয়া  এবং  কামনা  করি ; আল্লাহ সহায় হোন ।