দিনমজুরের স্ত্রী মিসেস রাবেয়া .বয়স ২৪ বিরাট বড় জরায়ুর টিউমার (Fibroid)

দিনমজুরের স্ত্রী  মিসেস  রাবেয়া .বয়স  ২৪ বিরাট  বড়  জরায়ুর  টিউমার (Fibroid) এর  উপসর্গ -এ অতিস্ট হয়ে বহু  সরকারি  বেসরকারি  হাসপাতালে চিকিৎসার  জন্য    ধন্যা  দিয়া   জরায়ু  অপসারন ও জীবননাশের  হুমকির  কথা  মানতে  না  পেরে গতকাল আমার   কাছে অপারেশন  করালেন :

 মানুষের সুস্থতা  এবং   সন্তান   সুখের  আকাংখা  থাকবেই  – এটা  স্বতঃসিদ্ধ ।  অর্থকস্টে  থাকলেও  রাবেয়া  ও তাঁর  স্বামী একটা ছেলে সন্তানের আশায় চিকিৎসা হিসেবে  জরায়ু  রেখে  টিউমার  ফেলতে  ইচ্ছুক ।  নিম্নবিত্ত  হয়েও  একরকম  পরিকল্পনা  শুনে  আমি  অবাক  হইলাম এবং  রাবেয়ার  টিউমার  ফেলতে  রাজি  হইলাম ।

 আমি  আল্লাহর  মেহেরবানীতে ও সকলের  দোয়ায়    গতকাল

 রাবেয়ার  টিউমার  ফেলতে  সমর্থ  হইলাম ।  আমিন ।

উল্লেখ  না  করে  পারছিনা – তাঁর  প্রথম  মেয়ে  নরমাল  ডেলিভারি .দ্বিতীয়  মেয়েরটার সময়   সিজার  করেছিলেন  টিউমার  ফেলার  আশায় ।  কিন্তু তাঁর  আশা  পূরন  হয়নি ।

ছোটো  মেয়েটার  বয়স  মাত্র  ১ বছর ।  তিনি  সিজারের  কিছু আগে  থেকে  বর্তমান অপারেশনের  পূর্ব  পর্যন্ত  অতিরিক্ত  রক্তশূন্যতা .দুর্বলতা মলl- মূত্র  ত্যাগের  সময়  অসহনীয়    কস্ট. জীবন নাশের ও অর্থ  জোগানের  ভয়  সহ  .পেটে  অনবরত  ব্যথায়  ভুগছিলেন ।

সকলের  সচেনতার  জন্য  বলছি .সিজারের  সময়  নিরাপদে  ফাইব্রোয়েড  ফেলা  যায় ।

 প্রসূতি ও  স্ত্রীরোগ  বিশেষজ্ঞ  এবং  প্রজনন

বিশেষজ্ঞরা এ  ধরনের  অপারেশন  করেন । যাঁদের  বাচ্চা  নেওয়ার  ইচ্ছা  তাঁদের  প্রজনন

বিশেষজ্ঞ এর  কাছে অপারেশন  করা  শ্রেয় ।  বর্তমানে  রাবেয়া  মানসিক  শান্তি পেয়ে  বেশি  সুস্থ্য বোধ  করছেন ।  আলহামদুলি্লাহ ।