বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের চূড়ান্ত উন্নতি

বিংশ  শতাব্দীতে চিকিৎসা  বিজ্ঞানের  চূড়ান্ত  উন্নতি 

বিংশ  শতাব্দীতে চিকিৎসা  বিজ্ঞানের  চূড়ান্ত  উন্নতি ..সরকারী  এবং  বেসরকারি  পর্যায়ে  প্রচার -উপদেশ  উপেক্ষা  করে   সন্তান প্রসব  হাসপাতালে  না করে  দাই  এর  উপর  ভরসা  করার  কুফল :

নরমাল  ডেলিভারির  জন্য  অনেকেই  আমরা  মরিয়া  হয়ে  উঠি এবং নির্ভর করি  দাই  এর  উপর । ভাবলে  গা  শিহিরিতো হয় যে  প্রসব  পদ্ধতির  স্টেপ  না  জেনেই  দাই  বলেন -বাচ্চা  হয়ে  যাবে  সব  ঠিক  আছে – বার  বার  প্রসব পথে  নংরা হাত  ঢুকায় -যা ইনফেকশন  বিস্তার  করে  মা  ও বাচ্চাকে  মৃত্যুর  দিকে  এগিয়ে নিচ্ছে ।  চিকিৎসা  বিজ্ঞানমোতাবেক প্রসব  বেদনা  শুরু  হবার  পর   নির্ধারিত সময়ের  মধ্যো  বাচ্চা  ভুমিস্ট  না হলে  মা  ও  বাচ্চার ক্ষতিগুলো   নিম্নরূপ :

!

মা এর  তাৎক্ষনিক  ক্ষতি –

নিরোতিশয় ক্লান্তি

বুক  ধড়পড়

পানিশূন্যতা

জ্বর

রক্তক্ষরন ।

দুর্গন্ধযুক্ত  স্রাব  নির্গমন

বাচ্চা  প্রসবে  ব্যর্থতা (Obstructed  labour)

প্রস্রাব  কম হওয়া  বা বন্ধ  হওয়া

স্বাসকস্ট

জরায়ু  ফেটে  যাওয়া

প্রসব পথ  ফুলে  যাওয়া

প্রসব পথে  রক্তই জমাট  বাঁধা (Vulval

 Haematoma)

প্রস্রাব – পায় খানার  রাস্তা  এক  হওয়া (Perineal  Tear )

মৃত্যু  বরন ।

সুদূর  ক্ষতি –

অনবরত  মূত্র  ঝরা (True Vesico Vaginal

 fistula)

মাসিকের  রাস্তা  দিয়া  পায়খানা  যাওয়া (Rectovaginal Fistula)

তলপেটে ইনফেকশন / ব্যথা (Chronic  Pelvic  pain)

টিউব  বন্ধ  হয়ে  বন্ধ্যত্ব

মাসিক  বন্ধ  হওয়া -ইনফেকশন  হয়ে  জরায়ুর  ভিতরের  ফাঁকা  জায়গা  বন্ধ (Uterine  Synechia) হলে এমন  হয় ।

জরায়ুর  মুখ  বন্ধ  হওয়া (Cervical Stenosis)

মাসিকের  /সহবাসের রাস্তা (Vagina) বন্ধ  হওয়া (Vaginal  Stenosis)

জরায়ু  নিচে  নামা (Uterine Prolapse)

বাচ্চা –

অক্সিজেন  এর  অভাব

চরম  দুর্দশাগ্রস্ত

ইনফেকশন  (Pneumonia )এর  শিকার

ব্রেণে  রক্তক্ষরন

আসংকাজনোক  অবস্থা

জরায়ুতে  মৃত্যু ।

জন্মের  সময় / জন্মের  পর  পরই  মৃত্যু ।

বাচ্চার  সুদূর  ক্ষতি –

শারীরিক  ও মানষিক  প্রতিবন্ধী

মা  – বাচ্চার  ঝুঁকি  এড়ানোর  জন্য  কি করা  দরকার ?

হাসপাতালে  ডেলিভারি  করা  দরকার ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়