মশানাশক ঔষধ ছড়ানো ও মশার কামড় প্রতিরোধে রেপিলেন্ট / ক্রিম ব্যবহারে গর্ভবতীর সতর্কতা :

মশানাশক  ঔষধ  ছড়ানো  ও মশার  কামড়  প্রতিরোধে রেপিলেন্ট / ক্রিম  ব্যবহারে  গর্ভবতীর  সতর্কতা :

# যে  ঘরে  বা  স্থানে  মশানাশক ঔষধ ছড়ানো  হবে  সে  সব  ঘরে  গর্ভবতী  ২০ -৩০ মিনিট  যাবেন না ।

# রেপিলেন্ট/ ক্রিম ব্যবহারের  আগে লিফলেট  বা  মোড়কে   লিখাটি   গর্ভাবস্থায়  নিরাপদ /অনিরাপদ  না  পড়ে  এলোপাথাড়ি  ব্যাবহার  করবেন  না   ; শুধুমাত্র  গর্ভাবস্থায়  নিরাপদ  লিখা  থাকলেই  ব্যাবহার  করা  যাবে ।  ব্যাবহারের  নিয়ম পড়ে  মেনে চলবেন ।

* সম্প্রতি  এক  গবেষনায়  বলা  হয়েছে  – ডেঙ্গু  জ্বরের  ভাইরাস  বহনকারী  এডিস  মশা  নারিকেল  তৈল  পছন্দ  করেনা এবং  উক্ত  মশাগুলো  হাঁটুর  নিচে  কামড়ায় । সুতরাং . মশার  কামড়  প্রতিরোধের  বিকল্প  ব্যবস্থা হিসেবে   হাঁটু  থেকে  শুরু করে নিচে   পুরো  পা  পর্যন্ত   নারিকেল  তেল  মাখা  যেতে  পারে ।