মেয়েদের গর্ভাশয়কে পুনরায় তরুণ করা সম্ভব :

মেয়েদের গর্ভাশয়কে পুনরায় তরুণ করা সম্ভব :

মেয়েদের বয়স বৃদ্ধির সাথে সাথে বা বিভিন্ন রোগের কারণে ৪০ বছরের আগেই মেয়েদের গর্ভাশয়/ ওভারির ডিমের সংখ্যা ও গুণগতমাণ কমতে থকে বলে সন্তান ধারণে ব্যর্থ হন । অনেকে অন্যের ডিম ধর নিয়া IVF করেন যা সব ধর্ম বা সমাজসিদ্ধ নয় । আবার অর্থের অভাবে অণেকের পক্ষে IVF করা সম্ভবপর হয়ে উঠেনা । বহু বছর ধরে প্রজনন ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা এ রকম পরিস্থিতিতে পড়ে সমাধানের জন্য পথ খুঁজছিলেন ।

পৃথীবির বহুদেশে গর্ভাশয়কে পুনরায় তরুণ করার গবেষণা চলছে । আমাদের দেশেও BSMMU তে গর্ভাশয়কে পুনরায় তরুণ করার ণিমিত্তে গর্ভাশয় এ PRP(রক্ত থেকে তৈরি তরল ) দেওয়া হচ্ছে । আশা করি একটা সময় পরে আমরা এই PRP এরা পোজ়িটিব ভূমিকা জনগণকে জানাতে পারব ইনশাআল্লাহ ।