ল্যাপারোস্কোপির (Laparoscopy ) সাহায্য এ বন্ধ ডিম্বোনালি খোলা ও ওভারি ২ টোর সিস্ট ফুটো করার ৩ মাসের মধ্যে , বিবাহের ১৫ বছর পর ৩৫ বছর বয়স্ক মিসেস হেনা গর্ভধারণ করলেন :

ল্যাপারোস্কোপির (Laparoscopy ) সাহায্য এ বন্ধ ডিম্বোনালি খোলা ও ওভারি ২ টোর সিস্ট ফুটো করার ৩ মাসের মধ্যে , বিবাহের ১৫ বছর পর ৩৫ বছর বয়স্ক মিসেস হেনা গর্ভধারণ করলেন :

মিসেস হেনার স্বামীর বীর্য পরীক্ষা ঠিক । তাই বাচ্চা ধারনে ব্যর্থতার কারন সম্পূর্ন পড়ে মিসেস হেনার উপর । প্রভাবশালী ও ধনী স্বামী কিছু চিকিৎসা করার পর ডাক্তার দেখাতে ও পরীক্ষা করাতে নারাজ । কাজেই , মিসেস হেনা নিজেই প্রতিবেশীদের ও আত্মীয়দের উপদেশ অনুযায় হারবাল .ও ফকিরের চিকিৎসা নিতে থাকেন এই দীর্ঘ বছর ধরে ।

তিনি PCOS এর রোগী । মেডিসিন দিয়া চিকিৎসা করলাম এবং ওজন কমানোর জন্য ব্যায়াম ও খাদ্য সম্বন্ধে কাউন্সিলিং করলাম । সুফল না পাওয়ায় এবং দীর্ঘদিন বন্ধ্যা থাকায় প্রতীয়মান হইলো তাঁর টিউবে সমস্যা।
তাই , ল্যাপারোস্কোপি করে তাঁর বন্ধ টিউব ২ টোই খুলে দিতে সমর্থ হইলাম । তাঁর ওভারির সিস্ট ও ফুটো করে বোসতিকোটরের / তলপেটের ভিতর ওয়াস করে দিলাম ।

আল্লাহর মেহেরবানীতে তিনি এখন ২ মাসের অন্তঃসত্ত্বা । USG এ বেবির হৃদস্পন্দন এসেছে শুনে ও জরায়ুর মধ্যে বেবির থলির ছবি দেখে তিনি আনন্দিত । আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন । আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন মা ডাক শুনতে পান । আমিন ।