শুধু ৩ কন্যাদের মা ডাকে ৩৬ বয়স্ক মিসেস বিলকিস তৃপ্তি না পেয়ে গর্ভ ধারনের ঔষধ খেয়ে পুত্রের মা হলেন গর্ভাবস্থায় ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের ঝুঁকি হাশিমুখে মেনে :

মিসেস বিলকিস ১ বছর আগে চেম্বারে এলেন বিমর্ষ হয়ে । তাঁর অসুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন – প্রথম অসুবিধা হচ্ছে অনিয়মিত মাসিক এবং পুত্র সন্তানের মা হতে চান । আমি অবাক হয়ে উত্তর দিলাম – গর্ভধরনের ঔষধ দেওয়া যাবে কিন্তু প্রাকৃতিক প্রক্রিয়ায় ছেলে সন্তান ও গর্ভধারণ কোনটার নিস্চয়তা দিতে পারবোনা ; এসব আল্লাহর ইচ্ছা । তাছাড়া এ বয়সে বেবি নিলে গর্ভকালীন ডায়াবেটিস , উচ্চরক্ত চাপ সহ বিভিন্ন জটিলতায় ভূগার সম্ভাবনা অনেক বেশি , বেবিও বিকলাঙ্গ হতে পারে । তিনি কাকুতি – মিনতি করতে লাগলেন আর বললেন আমার যা হবে হোক আমাকে গর্ভধারনের ঔষধ দেন ।

তাঁর স্বামীর সুরও এক । অবশেষে , মিসেস বিলকিস গর্ভধারণ করলেন । গর্ভাবস্থায় , তাঁকে প্রেসার নিয়ন্ত্রনের ঔষধ খেতে হইলো
এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনের জন্য ইনসুলিন নিতে হইলো । এখানেই শেষ না , মেরুদন্ডে পুরাতন ব্যথা থাকায় অ্যানাসথেওলোজিস্ট সিজারের সময় তাঁকে পুরো অজ্ঞান করলেন ।
তাঁর তৃত্বিয় কন্যার বয়স ৯ বছর । তিনি পুত্র সন্তানের মা হলেন । এখন তিনি ছেলের মা – কতো বড় ভাগ্য তাঁর । আমিন ।