সন্তান প্রত্যাশী মেয়েরা কখনও নিজে নিজে অন্যদের কাছে নাম জেনে বা হাতুড়ে ডাক্তারের দেওয়া মেডিসিন গ্রহন করবেন না

সন্তান  প্রত্যাশী  মেয়েরা  কখনও  নিজে  নিজে   অন্যদের কাছে  নাম  জেনে  বা  হাতুড়ে  ডাক্তারের  দেওয়া  মেডিসিন  গ্রহন  করবেন  না .কারন  আন্যান্য  মেডিসিন  এর  মতো  এগুলোরও   মৃদু  থেকে  প্রানসংশয় করতে  পারে  এমন   পার্শোপ্রোতিক্রিয়া  রয়েছে : 

 গর্ভধারণের  জন্য  উর্বরতা বৃদ্ধিকারক  ঔষধ (মুখে  খাবার  বা  ইনজেকশন ) যা

ওভারিকে  উদ্দীপ্ত  করে  বেশি  ডিম  উৎপাদন  করে  সেগুলোর  (মেডিসিন )  মৃদু ..মাঝারি  এবং সংকটপূর্ন  পার্শোপ্রোতিক্রিয়াগুলো  সম্বদ্ধে  জেনে  নেই  –

# মৃদু  ও মাঝারি  পার্শোপ্রোতিক্রিয়া-

* মাথা  ব্যথা

* মাথা  ঘোরা

* বমি  বমি  ভাব  বা  বমি  হওয়া

* হট ফ্লাশ (অতিরিক্ত  গরম বোধ .ঘেমে যাওয়া )

* মেজাজের  পরিবর্তন

* ঠোঁট .মুখ  ও জিহ্বা  ফুলে  যাওয়া

* স্তনে ব্যথা

* সমস্ত  শরীরে  বা  গিঁটে  ব্যথা

* পেট  ফুলে  যাওয়া

* পাতলা  পায়খানা  হওয়া

* শরীরের  ওজোন  বেড়ে  যাওয়া

*  তলপেটে  ব্যথা  পাওয়া

* হাতে – পায়ে  খিল  ধরা

* যোনিপথের  লালার  পরিমান  কমে গিয়া  সহবাসে  ব্যথা   লাগা

# গুরুতর / সংকটপূর্ন   পার্শোপ্রোতিক্রিয়া-

* প্রেসার  কমে  যাওয়া

* স্বাসকস্ট  হওয়া

* বুকে  চাপ  বোধ  হওয়া

* চোখে  ঝাঁপসা  দেখা / ভাসমান  কিছু  অনুভূত  হওয়া

* পেটে  ও  বুকে  পানি  আসা

* ওভারি  উদ্দীপ্ত  হয়ে  আকারে  বড়ো  হয়ে

 মোচড়  খাওয়া ।

* জরায়ুর  বাইরে  গর্ভ  আসা

*  একের  অধিক  বেবি  গর্ভে  আসা

* অজ্ঞান  হওয়া

পার্শোপ্রোতিক্রিয়া হওয়ামাত্র সুযোগ্য  ডাক্তার কে  জানাতে  হবে এবং  সংকটপূর্ন পার্শোপ্রোতিক্রিয়া হলে  হাসপাতালে  ভর্তি  হতে  হয়ে  ততক্ষনিক  চিকিৎসা  নিতে  হবে ।

উপরোক্ত পার্শোপ্রোতিক্রিয়াগুলি  ইনজেকশন  এ  বেশি  হয় ।

ওভারি  বেশি  ডিম  তৈরি  করলে  এবং  পানি  পান  পর্যাপ্ত  না  হলে  পার্শোপ্রোতিক্রিয়াগুলি

বেশি  হয় ;এরূপ  অবস্থাকে  OHSS/ওভারিয়ান  হাইপারস্টিমুলেশন  সিন্ড্রোম  বলে । পরবর্তীতে  আমরা  ওভারিয়ান হাইপারস্টিমুলেশন হলে  করনীয়  কি  তা  সম্বন্ধে  বিস্তারিত  জানবো  ইনশাআল্লাহ ।