সিজার এড়ানোর জন্য গর্ভাবস্থায় পরিবার কতৃক .কম খাবার খেতে দেওয়ার কারনে ২৪ বছর বায়স্কো দুলালী (HbsAg positive ) কে অত্যধিক রক্তস্বল্পতায় পড়ে স্বাসকস্ট সহ শরীরে পানি আসার যন্ত্রনা ও সিজার :

সিজার  এড়ানোর  জন্য    গর্ভাবস্থায়  পরিবার  কতৃক .কম  খাবার   খেতে 

দেওয়ার কারনে ২৪ বছর  বায়স্কো দুলালী (HbsAg positive ) কে  অত্যধিক  রক্তস্বল্পতায় পড়ে  স্বাসকস্ট  সহ শরীরে  পানি আসার  যন্ত্রনা  ও  সিজার :

৪ বছর  আগে  সিজারের  মাধ্যমে  মিসেস দুলালী  প্রথম  বাচ্চা  প্রসব  করেন ।  শশুর  বাড়ির  সদস্যরা  সিজারে অসন্তুষ্ট  ছিলেন ।

তিনি  দ্বিতীয়বার গর্ভবতী  হলে  তাঁর  যত্ন  নেওয়া  হতো  না

সবচেয়ে  কস্টকর হচ্ছে  তাঁকে   প্রতিদিন  কম খাবার  দেওয়া  হতো ; আয়রন এবং  প্রোটিন  সমৃদ্ধ  খাবার  খাদ্য তালিকায়  রাখা  হতনা  ইচ্ছাকৃতভাবে ।

 এইবার   তাঁকে মাত্র  ১ বার

ডাক্তার  দেখানো  হয় এবং  কোন  পরীক্ষা   করা  হয়  নায় ।

ডেলিভারির  সম্ভাব্য  তারিখের কাছাকাছি   সময়  চেক – আপ  এ  আসলে

  দেখি. তিনি  স্বাসকস্টে  ভুগছেন .কোন  কথা  বলতে  পারছেন  না .শরীরে পানি  জমেছে  এবং  অসম্ভব  ফ্যাকশে ত্বক  ও চোখ ।

জরুরিভিত্তিতে  হেমোগ্লোবিনের  মাত্রা  দেখি  প্রতি  ডেসিলিটারে  ৭ গ্রামের  কম – এ  সমস্যাকে  অত্যধিক রক্তস্বল্পতা  বলে ।  সিজারের  আগে  তাঁর  শরীরে  ২ ব্যাগ  রক্ত  সরবরাহ  করা  হলো ।

  বাহির  থেকে  বাচ্চাকে  সুস্থ্য  দেখাচ্ছে -ব্রেন  কতোটা  ক্ষতিগ্রস্ত  হয়েছে  তা  ধীরে  ধীরে  প্রকাশ পাবে । সুস্থ থাকুক – এ দোয়া  রইলো । দুলালিকে  এখনো  ফ্যাকশে  দেখায় ।

অত্যধিক  রক্তস্বল্পতা হলে  মা  ও বাচ্চার  কি  ক্ষতি  হয় :

মা –

একলাম্পশিয়া

ইনফেকশন

হার্ট  দুর্বল /অকেজো (heart  failure )

সময়ের  আগে  বাচ্চা  প্রসব ।

প্রসবের  সময়  অতিরিক্ত  রক্তক্ষরন ।

মৃত্যুর  আসংকা ।

শরীরের  বিভিন্ন  অঙ্গে  অক্সিজেন  না  যাবার  জন্য  অংগ  অকেজো  হওয়া ।

শিশুর :

অক্সিজেন  ও পুস্টির  অভাবে  বাচ্চার  মানসিক

 ও শারীরিক  গঠনে  ব্যাঘাত ।

পেটে  বা জন্মের  পর  মৃত্যু ।

কম ওজনের  বাচ্চা  প্রসব ।

আমরা  সচেতন  হয়ে  গর্ভবতীকে  পর্যাপ্ত  সুসম  খাবার  দিতে  থাকি  এবং  গোড়ামীর  জন্য  বিপদ  না  ডাকতে  স্বচেস্টো  হই ।  আমিন  ।