২৭ বছর বয়স্ক মিসেস তানিয়া , পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) এবং হাইপোথাইরয়েড এর চিকিৎসার পর মা হলেন :

২৭ বছর বয়স্ক মিসেস তানিয়া , পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) এবং হাইপোথাইরয়েড এর চিকিৎসার পর মা হলেন :

মিসেস তানিয়া দীর্ঘ ৬ বছর ধরে একটি বেবীর জন্য বহু পরীক্ষা – নিরীক্ষা এবং চিকিৎসা করেছেন , কিন্তু সন্তান ধারনে ব্যর্থ হয়ে আমার কাছে আসেন । তাঁর , ইতিহাস , উপসর্গ ও রিপোর্টে প্রতীয়মান হইল তিনি PCOS ও হাইপোথাইরয়েড এর রোগী । তাঁকে ওজন কমানোর সুফল বলে , জীবন – যাত্রা পদ্ধতি বুঝাইয়া দিলাম চিকিৎসার পাশা – পাশি । স্রস্টার হুকুমে , তানিয়া দীর্ঘ ৬/৭ মাস চিকিৎসার পর গর্ভধারণ করেন । বেবিটি বড়সড় , ওজন ৪ কেজি ১০০ গ্রাম ; বিধায় সিজার করলাম । বেবিটি সুস্থ্য আছে । তানিয়ার ওজন ৯১ কে জি । মিসেস তানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দিত । মিসেস তানিয়া সম্পূর্ন সুস্থ্য আছেন । সিজারের পর তাঁকে ১ ব্যাগ রক্ত দিতে হয়েছে । আমিন ।