PCOS(পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ) নিয়াও সুস্থ্য – সবল বাচ্চা প্রসব কোনো দুরূহ ব্যাপার নয় :

PCOS(পলিসিস্টিক  ওভারিয়ান  সিন্ড্রোম )  নিয়াও  সুস্থ্য – সবল  বাচ্চা  প্রসব  কোনো   দুরূহ  ব্যাপার  নয় :

৩২বছর  বয়স্ক  মিসেস  আফসানা  ১০ বছর ধরে  অনিয়মিত  পিরিয়ড(২-৪/৫ মাস  পর  পর ) ..অতিরিক্ত  ওজন  ও  অবাঞ্ছিত  পশম

এবং  বন্ধ্যত্ব  নিয়া  নারায়নগঞ্জ  এর  ৭/ ৮ জন  গাইনী  বিশেষজ্ঞ  ডাক্তারকে   দেখান এবং  তাঁদের  চিকিৎসা  নেবার  পরও  গর্ভধারনে  ব্যর্থ  হন ।

 অবশেষে . তিনি  আমার  কাছে  আসেন  এবং  বলেন    pcos  এ  ভুগছিলেন  তাঁর   দূর  সম্পর্কীয়  আত্মীয়ের   কাছ  থেকে   আপনার  খোঁজ  নিয়া  বহু  আশা  করে  একটি  বাচ্চার  জন্য  আপনার  কাছে   এসেছি ; আপনি

আমাকে চেক – আপ করে  ঔষধ   দেন – যাতে  আমি মা  হতে  পারি ।  তাঁকে  দেখেই  pcos  এর  রোগী   মনে  হলেও  তাঁর  তৃপ্তির  জন্য  USG (TVS) করালাম ।

 USG এ  বুঝা  গেলো  তাঁর    ২ ওভারিতে অনেক  সিস্ট  রয়েছে -যা pcos  এ  থাকে ।  তাঁর  শরীরের  ওজন ৭৮কে জি

অনেক  সময়  ধরে  তাঁকে   কাউন্সেলিং করলাম ।

তাঁকে  ওজন  কমানোর  পরামর্শ  দিলাম এবং  খাদ্য – তালিকা  প্রনয়ন  করে  দিলাম । তাঁকে  বললাম  সব  আল্লাহর  ইচ্ছা ; তবে  তুমি  ওজন  কমানোর  জন্য  আপ্রান  চেস্টা  করবে  এবং  আমি   আমার সাধ্যমতো চেস্টা  করবো  আমার  দিক  থেকে -চিকিৎসায় কোনো  ত্রুটি  হবে  না ।

 খোদার  কুদরতে  ৩/8 মাস চিকিৎসা পর  তিনি   গর্ভবতী হন এবং  আমার  চেক -আপ  এ থাকেন ।

USG রিপোর্ট  এ ছেলে  বাচ্চা  সনাক্ত  হলে তিনি  ও তাঁর  স্বামী প্রসবের  সময়  ও ধরন  আমার  উপর  অর্পন  করলেন ; বয়স  বেশি এবং  মূল্যবান  বাচ্চা  বিধায়  ৩০ মে  ২০১৯ আমি  তাঁর  সিজার  করলাম ।

  আল্লাহর   অশেষ মেহেরবানীতে   মিসেস  আফসানা  pcos  এর  বেড়াজাল  থেকে  মুক্তি   পেয়ে  মাতৃত্বের  স্বাদ  আস্বাদন  করলেন ।  বেবির  ওজন  ২.৯ কেজি । আমি  আনন্দিত এবং   এবং  খোদার  মহিমায়  বিভোর ।

মিসেস  আফসানার  পরিবারের  সদস্যরা  খুশিতে বিহ্ববল  এবং  বিধাতার  নিকট  শুকরিয়া  জ্ঞাপন  করছেন ।  মা  ও তাঁর নবাগত   ছেলে  সুস্থ্য ।  আমিন  ।

সুতরাং . pcos   হলে   মা হওয়া  যাবেনা – এ  ধারনা  কেউ  পোষন  করবেন  না । শরীরের  ওজন  কমালেই  এমনি  এমনি বেবি  আসতে  পারে  আল্লাহ  যদি  দয়া  করেন ।

আমার  অনুরোধ  আপনারা  নিজে  সচেতন  হন  এবং  অন্যদের  pcos  এবং ..বন্ধাত্ব থেকে  মুক্তি   সম্বন্ধে  ধারণা দিতে  থাকেন ।

কারন  আজকাল  ভেজাল    ও  ফাস্ট  ফুড  আহার  এবং  কায়িক  পরিশ্রমের  অভাবে  pcos   ও বন্ধ্যত্ব  বেড়েই  চলেছে ।