উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস .হাইপো থাইরোয়েড রোগীর ৯ বছর বন্ধ্যাত্বের পর চিকিৎসায় সুস্থ্য সন্তান প্রসব :

উচ্চ  রক্তচাপ  ও  ডায়াবেটিস .হাইপো থাইরোয়েড   রোগীর  ৯ বছর  বন্ধ্যাত্বের  পর  চিকিৎসায়  সুস্থ্য  সন্তান প্রসব :

  মিসেস  শাহনাজ  বয়স  ৩৬ বছর .বিবাহের  বয়স  ৯ বছর .বেশি  বয়সে  বিয়ে  হওয়ায়  তিনি   ৯ বছর ধরেই  একটি  সন্তান  নেওয়ার  চেস্টা  চালিয়ে  যাচ্ছিলেন ।

তাঁর আর্থিক  অবস্থা  মোটেও  ভালো  না । ৯ বছর  ধরে  ১  টি  সুস্থ্য  বাচ্চার  জন্য বিভিন্ন  ভাবে  চিকিৎসা  করেছেন কিন্তু  বিশেষজ্ঞ  ডাক্তারের   দেওয়া  ব্যয়বহুল  পরীক্ষা    তিনি  করতে  না  পেরে  এবং  সন্তান  ধারনে  ব্যর্থ  হয়ে  তিনি  মনোবল  হারিয়ে   ফেলেছিলেন ।

আমাকে  দেখানোর  পর  তাঁর  পরিচিতা  এক  মেয়ে  গর্ভধারণ  করার  খবর  পেয়ে  আমার  কাছে  ছুটে  আসেন  চিকিৎসা  নিতে ।

৫0% কোমিসোন  দিয়া  ল্যাব  এইড  এ.  তাঁর  ও তাঁর  স্বামীর  বেসিক  কিছু  পরীক্ষা  করিয়ে  চিকিৎসা  দিতে  শুরু  করলাম ।

ডায়াবেটোলোজিস্ট  সকালে  ১৪ এবং  রাতে  ২০ ইউনিট  ইনসুলিন  নিতে  বলেন ।  আমি  তাঁকে  সব  মেডিসিন  নিয়মমাফিক গ্রহন  করতে  বললাম ।

  তিনি  আমার  ঠিকমতো  চিকিৎসা  নেন এবং  গর্ভধারন  করেন । চেক -আপও  আমার  কাছে  করান ।

বাচ্চার   নড়াচড়া  কমে  ও  বাচ্চার  থলের  পানি  কমে  যাওয়াই  আমি  সিজার  করি  ১০ মে  ২০১৯(শুক্রবার  ) ।

আল্লাহর  অশেষ  কৃপায়  তিনি  সুস্থ্য  সন্তান   বুকে  পেয়ে  মাতৃত্বের  সাধ  মিটালেন ।

 এখন  মা – বাচ্চা  দুজনেই  সুস্থ্য  ।  তিনি  সবার  কাছে  দোয়া  প্রাথী  ।  আমিন  ।