মেয়েদের কিছু অস্পষ্ট / অনির্দিষ্ট / অনিস্চিত উপসর্গ নিয়া অহরহ ডাক্তার পরিবর্তন সম্বন্ধে কিছু তথ্য ও করনীয় :

মেয়েদের  কিছু  অস্পষ্ট / অনির্দিষ্ট  / অনিস্চিত  উপসর্গ  নিয়া অহরহ  ডাক্তার  পরিবর্তন  সম্বন্ধে  কিছু  তথ্য ও করনীয় :

 প্রতিদিনই  কিছু  রোগী  হাসপাতাল  ও চেম্বারে  রোগের  এলোমেলো  ইতিহাস  বলতেই  থাকেন  – যা  পর্যালোচনা  করে  নির্দিষ্ট  রোগ  সনাক্ত  করা  কঠিন  হয়ে  পড়ে – সেগুলোর  কিছু কিছু   তুলে  ধরা  যেতে  পারে –

 * হয়রান লাগে

* রাতে  জ্বর  আসে

* সাদা  স্রাব  ভাংগে

* শক্তি  পায়না

* মুখে  রুচি  নেই

 মুখ  দিয়া  দুর্গন্ধ   বের  হয়

মুখ  সিদ্ধ  হয়ে  থাকে

* কিছু  খেতে  পারিনা

* ঘুম  হয়না

* মাথা  ঘোরে

 * বমি  লাগে

* ঘুম  হয়না

* মুখ সিদ্ধ  হয়ে  থাকে

 * মুখ  ও গলায়  তিতো  লাগে

গলায়  কিছু  একটা  এটকে  থাকে

* উটকি  ওঠে

* মুখ  থেকে  দুর্গন্ধ  বের  হয়

*  পেট  ভরা  ভরা  লাগে

* ঘন  ঘন  রাতে  প্রস্রাবে  ধরে

* ভয়  পেয়ে  ঘুম  ভেংগে  যায় এবং  আর  ঘুম  আসেনা

 * হাত -পায়ে  শক্তি  পাইনা

*  গা বেয়ে  কি  যেন উঠে

* সমস্ত  শরীর  ব্যথা  করে

* কিছু  ভালো  লাগেনা

* সহবাসে  অনিচ্ছা

* কোনো  কাজ  করতে  ইচ্ছা  জাগেনা

* বাড়ি  ছেড়ে  চলে  যেতে  ইচ্ছা  করে

*  কথা  শুনলে  রাগ  হয়

* শব্দ   বা  খারাপ  খবর শুনলেই  মরে  যাবো  মনে  হয়

* খারাপ  খবর  শুনলেই  অস্থির  লাগে

*প্রসাব   ক্লিয়ার  হয়না

* পেটে  কিছু  নড়ে -চড়ে

উপরোক্ত  সব  উপসর্গের  পিছনেই

*  সুস্পষ্ট  কারন  নিহিত  থাকে ;কাজেই  সহমর্মিতার  সাথে  তাঁদের  কথাগুলো  শোনার   জন্য  সময়  দিতে  হবে ।

*  প্রয়োজনে মানষিক  রোগ  বিশেষজ্ঞকে  দেখানোর  পরামর্শ  দিতে  হবে ।

* কমপক্ষে  ভিটামিন  আয়রন  ক্যাল সিয়াম  খাওয়ার  ঔষধ  দিতে  হবে ও বেশি  বেশি  পানি   ও সুষম  খাবার খেতে  বলতে  হবে ।

* পরিবারের  সদস্যদেরকে   সংগ  দিতে  বলতে  হবে

*স্বামীকে  সময়  ও যত্ন  দেওয়ার  অনুরোধ  করা অতীব  জরুরি ।