অনিরাপদ /অরক্ষিত শারীরিক মিলন, অনাকাংক্ষিত গর্ভসঞ্চার / গর্ভোরোধ / গর্ভপাত এবং ইমার্জেন্সী জন্মনিরোধ পিল বা বড়ি সম্বন্ধে কিছু তথ্য :

অনিরাপদ /অরক্ষিত  শারীরিক  মিলন, অনাকাংক্ষিত  গর্ভসঞ্চার / গর্ভোরোধ  / গর্ভপাত এবং  ইমার্জেন্সী  জন্মনিরোধ  পিল  বা  বড়ি  সম্বন্ধে  কিছু  তথ্য :

অরক্ষিত/অনিরাপদ  মিলন  হচ্ছে –যৌনমিলনের সময়  জন্মনিয়ন্ত্রন  পদ্ধতি  ব্যবহার  না করা  বা   পদ্ধতিতে  ত্রুটি  থাকা  ।

ইমার্জেন্সী পিল  কি ?

ইহা  হচ্ছে  হরমোন  সমৃদ্ধ  মহিলাদের  খাবার  বড়ি যা  অরক্ষিত  মিলনের  পর  পরই     খেলে   গর্ভ  রুখতে  পারে  ।

ইমার্জেন্সী পিল  এর  আর  কোন নাম  আছে ?

হা .পোস্ট  কয়টাল /  মর্নিং  আফ্টার পিল

এরকম  নামকরন  কেন ?

কয়টাস(Coitus)   এর  পর  অথবা রাতে  কয়টাস  হলে  সকালে(Morning )  এ  পিল  খেতে  হয় বলে  এরূপ  নামকরন  ।

ইমার্জেন্সী পিল  কখন  খেলে  ভালো ?

সহবাসের  পর পরই ।

  কত সময়  পর্যন্ত  খাওয়া  যায় ?

ঘটনা ঘটার  ৭২ ঘন্টার  মধ্যে ।

ইহার  কাজ  কি ?

গর্ভরোধ  করা

সন্তান  নিতে  অনিচ্ছুক  দম্পতির  মহিলা  সঙ্গিনী কোন  কোন  পরিস্থিতিতে

ইমার্জেন্সী পিল  খাবেন :

* সংগীদ্বয়ের  কেউ  জন্মনিয়ন্ত্রণ  পদ্ধতি  ছাড়া  মিলন  হলে

* সঠিক  নিয়মে  কনডম  ব্যবহার  না করলে  বা  কনডম  ফেঁটে  গেলে

* পরপর  ৩ দিন  জন্মনিয়ন্ত্রণ  বড়ি  খেতে  ভুল   হলে

* আংশিক  বা  পুরোটাই  জরায়ু  থেকে  জন্মনিয়ন্ত্রণ  আই  ইউ ডি (Cu–T) বের  হয়ে  গেলে  ।

গর্ভরোধ কি ১০০

ভাগ নিস্চিত ?

না  ।

সফলতা  কোন  সময়  খেলে  ভালো ?

মিলনের  পর  পরই .মিলনের  পর  থেকে শুরু  করে  পিল  খাওয়ার  ব্যবধান  যত  কম হবে  গর্ভরোধের  ক্ষমতা  তত  বেশি  হবে  ।

৭২ ঘন্টার  পর  খেলে  কি  গর্ভরোধ  হয় ?

না

কিভাবে  গর্ভরোধ  করে ?

* ডিম্বানু  মুক্ত  হওয়ার  সময়  পিছিয়ে  দেয়

*নিষিক্তকরনে  বাঁধা  দেয়

*ভ্রুন  তৈরি  হলেও  জরায়ুতে  প্রতিস্থাপন  প্রতিহত  করে  ।

ইমার্জেন্সী পিল  কি  গর্ভপাত  করে  ?

না ।

পারস্বপ্রতিক্রিয়া :

বমি  ভাব  বা বমি  হওয়া

মাথা  ধরা

হাত -পায়ে  খিল (cramp )  ধরা

স্তনে  ব্যথা

অবসন্নতা

ফোঁটা  ফোঁটা  রক্ত  যাওয়া

মাসিক   আগে  হওয়া  বা পিছিয়ে  যাওয়া

পিরিয়ড  কতদিন  পিছাতে  পারে ?

৫-৭ দিন ।

বেশিদিন  পিছালে  কি  করনীয় ?

ডাক্তারের  পরামর্শ  নিতে  হবে  ।

পিল   খাওয়ার  পর  বমি  হলে  কি করা  দরকার ?

২ ঘন্টার  মধ্যে  বমি  হলে  আরো  ১ টি  পিল  খেতে  হবে ;বমিনাশক  মেডিসিনও     খেতে  হবে ।

এ  পিল্স  কি  নিয়মিত  জন্মবিরতি  পিল  হিশাবে  খাওয়া  ঠিক  ?

না  ।

মাসে  যতবার  অরক্ষিত সহবাস  হবে  ততবার  কি  খাওয়া  ভালো ?

না ;বছরে  ৫ বারের  বেশি  খাওয়া  ঠিক  না ;সবসময়  মনে  রাখতে  হবে   এই  পিল শরীরে   হরমোনের  উঠানামা  করে  যা  স্বাস্থের  জন্য  ক্ষতিকর  ।

ঔষধের দোকানে  কি  এ পিল  পাওয়া  যায় ?

হা

উপদেশ :

* কনডমের  মতো  এই  পিল  ঘরে  মজুদ  রাখতে  হয় ।

* ঔষধের সাথে  লিফলেট  ভালো  করে  পড়ার  পর  নিয়ম  অনুযায়ী  খাওয়া ।

* গর্ভপাত করার  জন্য  না  খাওয়া ।

বেশি  রক্তক্ষরন  হলে  হাসপাতালে  যাওয়া  জরুরি ।

ইমার্জেন্সী পিল  এ  কয়টি  বড়ি  থাকে ?

কোন  কোম্পানি  ১ টি . বড়ি  কোন  কোম্পানি  ২ টি  বড়ি  থাকে ।

২ টি  বড়ি  থাকলে  কিভাবে  খেতে  হবে ?

প্রথমটি  খাওয়ার  ১২ ঘন্টা  পর  দ্বিতীয় বড়ি  খেতে  হবে  ।

সর্বোপরি .নিয়মিত  জন্মনিয়ন্ত্রণ  পদ্ধতি  ব্যবহার  করায়  শ্রেয়  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়