<আমাদের সেবাসমূহ>
★পূর্ণাঙ্গ চেক আপ এবং পুঙ্খানুপুঙ্খ রূপে সর্বাধুনিক পরিক্ষার মাধ্যমে বন্ধ্যা দম্পত্তির বন্ধ্যাত্বের কারণ উদ্ঘাটন/ নির্ণয় এবং গর্ভধারন ও রক্ষনের সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়।
★ মহিলাদের একটোপিক গর্ভধারন (টিউব বাচ্চা) নির্ণয় এবং ইনজেকশন বা ল্যাপারস্কপিক অপারেশনের মাধ্যমের চিকিৎসা প্রদান।
★ গর্ভবতী মহিলা ও গর্ভস্থ সন্তানের চেক আপ সহ যথোপযুক্ত যথোপযোগী পরিক্ষা -নিরীক্ষা সঠিক এবং সর্বাধুনিক চিকিৎসা প্রদান।
★ প্রয়োজন মাফিক সঠিক ও আধুনিক পদ্ধতিতে এবং নির্ধারিত সময়ে সন্তান প্রসবের ব্যবস্থা, নরমাল ডেলিভারী (ফরসেপ,ভেনটোস) ও সিজারিয়ান সেকশন করা হয়।
★গর্ভপাতের ঝুকির সুচিকিৎসা ও অনিবার্য এবং জটিল গর্ভপাতের চিকিৎসা প্রদান / ডি এন্ড সি করা হয়।
★অবাঞ্ছিত/ অনাহত/অনিচ্ছুক গর্ভের প্রতিকারের ইর্মাজেন্সি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা।
★বিভিন্ন ধরণের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিস্বল্প/দীর্ঘ মেয়াদী (লাইগেশন ও ভ্যাসেকটমি) ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও ফলোআপ করা হয়।
★ জরায়ু, ডিম্বাশয় (ওভারী), স্তন সহ মহিলা অঙ্গের নানা ধরনের টিউমার, জরায়ু নামা অতিরিক্ত, অনিয়মিত, অনবরত এবং ব্যাথাযুক্ত, রক্তস্রাব, সাদাস্রাব,সহবাসের সময় ব্যাথা এবং তলপেটে ব্যাথা নিরাময়ের চিকিৎসা প্রদান করা হয়।
★ ভায়া/ প্যাপস কলপোস্কপি,ই ইউ,ই এবং বায়োপসি এর সহায়তায় জরায়ুর মুখের ক্যান্সারের পূর্বাবস্থা নিরূপন ও ক্যান্সার সনাক্তকরণ এবং ধাপে ধাপে চিকিৎসা প্রদান পরার্মশ ও প্রেরণের সুব্যবস্থা।
★ জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের টীকা প্রদান করা হয়।
★ এইচ আই ভি/ এইডস ও অন্যান্য যৌনবাহিত ( গনোরিয়া, সিফিলিস) রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা প্রদান করা হয়। গাইনী সংক্রান্ত মেজর ও মাইনর আপারেশন যেমনঃ- জরায়ু ফেলা,জরায়ু ও ওভারী রেখে টিউমার ফেলা, জরায়ু মুখে ইলেকট্রোকটারি এবং পেরিনিয়াল টিয়ার রিপেয়ার করা হয়।
★HIV / AIDS এ আক্রান্ত গভর্বতী রোগীদের যথোপযুক্ত যুগোপযোগী চিকিৎসা প্রদান, নিরাপদ বাচ্চা প্রসাবের ব্যবস্থা।
★ বন্ধ্যা মহিলার টিউব খোলার জন্য ল্যাপারোস্কোপি করা হয়। বন্ধ্যা মহিলার চিকিৎসার জন্য আই ইউ আই (I U I) করা হয়।
সিরিয়ালের জন্য ০১৭১০৭৮৯৭৬৯.
আপনাদের শুভ কামনা করি।