অলৌকিক স্থানে এন্ডমেট্রিওসিস

অলৌকিক স্থানে এন্ডমেট্রিওসিস:

লোপা  নাম্নী  রুগীর  দ্বিতীয় সিজারের  সময়  পেটের  মাংসপেশির  (Rectus Muscle) এর  উপর  বিরাট  জায়গা  জুড়ে   ৩.৫ cm  চওড়া এবং  ৪ cm  লম্বা  এন্ডমেট্রিওসিস

(জরায়ুর  সবচেয়ে  ভিতরের  আবরন )    অলৌকিক ভাবে দেখা  গেল ।

এন্ডমেট্রিওটিক  স্পটটি  ছিল  ডান  পাশে ।

প্রথম  সিজারের  পর  লোপা  মাসিকের  সময়  পেটের  ডানপাশে  প্রচন্ড  ব্যথা  পেতেন ; বহু  চিকিৎসা  নিয়াছেন কিন্তু  নিরাময়  হয়নাই  ।

গর্ভাবস্থায়  এসব  কমে  যায় ; কমার  পরও  এটা বড় জাইগা  জুড়ে ছিল ।

আমার  ৩৫ বছরের  ডাক্তারিজীবনে  পেটের  মাংসপেশির উপর  এতো  বিরাট   অস্বাভাবিক  এন্ডমেট্রিওসিস দেখি  নাই ; আমি  বিষ্মিত  ।

আমি  সেগুলো  যতদূর  সম্ভব  পুড়িয়ে (fulgaration/Cauterization) দিলাম  ।  আশা  করি  সব নির্মূল  হয়েছে ; আল্লাহর  অশেষ  কৃপায়  ।  লোপা  সেই  অস্বাভাবিক এন্ডমেট্রিওসিস  জনিত   ব্যথার —-

   কবল  থেকে  রেহায়  পেলেন  এ চিকিৎসায় ।

পুড়ানোর  আগে  সেগুলোর  কিছু  অংশ  হিস্টোপ্যাথলজি পরীক্ষা  করার  জন্য ।

রিপোর্টে   এন্ডমেট্রিওসিস এসেছে ।  আমি  রিপোর্ট  দেখে  খুব  খুশি  হলাম  এভেবে  যে  বাহ্যিক  রোগ  নির্নয়  আমার  সঠিক ।

সবার  সুস্থ্য  জীবন  কামনা  করি

  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়