আয়রন ঘাটতি হয়ে রক্তস্বল্পতা রোধে কোন কোন খাবার খাবেন ? কোন খাবারে আমিষ /প্রোটিন আছে ?

আয়রন  ঘাটতি  হয়ে  রক্তস্বল্পতা  রোধে  কোন কোন  খাবার  খাবেন ? কোন  খাবারে  আমিষ /প্রোটিন  আছে ?

হালাল  প্রানী  ও পাখির  কলিজা

  কলা (পাঁকা / কাঁচা

কচু  ও কচুর  শাক

পালং  শাক

লাল  শাক

ডাটা  শাক

আনার

ডালিম

পিয়ারা

আমলকি

আপেল

ঢেঁড়স

খেঁজুর

আলু

 বিট

বাঁধা  কপি

  ডুমুর

সহজে  মনে  রাখার  জন্য  আমি  বলি  যে  সমস্ত  সবজি  ও ফল  কেটে  রাখলে  কালো  বা  কালচে  রং  ধারন  করে  সেগুলো  প্রতিদিনের

খাদ্যতালিকায়  রাখতে  হবে ।

প্রোটীন  শুধু  প্রানীর  মাংস  ও দুধে আছে  তা  নয় ; অনেক   সবজি  ও ফলেও  প্রোটিন  থাকে  যেমন —

সীম

বরবটি

সব ধরনের  ডাল

ছোলা

বাদাম (সব  বাদামে)

* শুঁটকি  মাছ  ও ডিমে  প্রচুর  প্রোটীন  থাকে ।

রক্তে  হেমোগ্লোবিন  কম  থাকলে  উপরোক্ত  খাবার  বেশি  করে  খাবেন  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়