গভাশয়ে ও ভূমিষ্টের সময় শিশুর নাড়ে সতি্্য কার গিট্টু বা গিরা থাকলে কি কোন সমস্যা হয়? এবং প্রতিরোধের কি কোন উপায় আছে?

গভাশয়ে ও ভূমিষ্টের সময়  শিশুর নাড়ে সতি্্য কার গিট্টু  বা গিরা  থাকলে কি কোন সমস্যা হয়?   এবং  প্রতিরোধের কি কোন উপায় আছে?

২৫ বছর বয়স্ক  মিসেস হিমি গতো কাল-২৮/৬/১৯ সিজারের মাধ্যমে যে ছেলে শিশু প্রসব করেছেন তার নাড়ে সত্যিকার গিট্টু  ছিল।

এই ধরনের গিট্টু  নিয়ে অনেক শিশু সুস্থ – সবল ভাবে  জন্মায়।

গভাঅবস্থায় এমন গিট্টু  থাকলে  শিশু সাধারনত কম নড়ে।

কারন শিশু বেশি নড়লে গিট্টু  টাইট হয়ে মা থেকে বাচ্চায় কম অকি্্রজেন ও পুষ্টি  আসে।

সঙ্গত অনেক শিশুই পেটের ভিতর মারা যায়।

আবার কিছু শিশু নীলাভ  হয়ে জন্মায় কারন – বাচ্চায় অকি্্রজেন ব্যাহত হয়।

আমার দেখা  ৩০ টিরও অধীক শিশু এভাবে ভূমিষ্ট  হয়েছে।

তাদের ঠিকানায়  তাদের  শারীরিক  ও মানসিক

 সুস্থ্যতার  খবর নেই।

অনেক শিশুর পরিবারের কারনেই যোগাযোগ  বিচ্ছিন্ন  হয়।

শেষ পযন্ত  যাদের খবর নিতে পেরেছি তাদের  শারীরিক  মানসিক  ও গঠন গতো সমস্যার   খবর পাওয়া যায় নাই।

কাজেই কারও এ ধরনের শিশু জন্ম নিলে দুচিশ্চন্তা করবেন না ৷

প্রতিরোধঃ

শিশুর নাড়ে সত্যিকার গিট্টু  না পড়ার

 কোন প্রতিরোধ  মুলক  ব্যবস্থা   গ্রহনের  উপায়  এখনও  জানা যায় নাই।