গর্ভধারণের আগেই হেপাটাইটিস বি ভাইরাস

গর্ভধারণের  আগেই  হেপাটাইটিস  বি  ভাইরাস

নিস্ক্রিয়  অবস্থায়  নারীর রক্তে  বিদ্যান  থাকলে এবং  গর্ভাবস্থায়  হটাৎ  উক্ত ভাইরাস  স্বস্ক্রিয় হলে  বা নতুন করে  সংক্রমিত  হলে  মা  ও গর্ভস্থ  বাচ্চার  কি কি  অসুবিধা  হতে  পারে এবং

 কি করনীয় :

আগে  জানি – লিভারের  প্রদাহকে  হেপাটাইটিস  বলে ।

A.B.C. D. & E .F .G ভাইরাস  হেপাটাইটিস  করে । উক্ত  ভাইরাসগুলির  মধ্যে  B .C .D ভয়াবহ  এবং  B ভাইরাস   সংক্রমনের  হার  সবচেয়ে  বেশি ।

হেপাটাইটিস  বি  ভাইরাস  কিভাবে  রক্তে  আসে ?

 রক্ত এবং শরীরের  রস  এর  মাধ্যোমে  ভাইরাস   আক্রান্ত  ব্যক্তি  থেকে সুস্থ্য জনগনের দেহে  প্রবেশ  করে ।

ঝুঁকিপুর্ন   ক্রিয়াকলাপ  সম্বন্ধে জ্ঞান  থাকা  জরুরী :

 সংক্রামিত  ব্যক্তির  রক্ত  নিলে

সংক্রামিত

সংক্রামিত ব্যক্তির  সাথে  অরক্ষিত  সহাবস্থান  করলে ।

সেলূনে  বা  পারলারের  ভাইরাসযুক্ত  ধারালো  জিনিস  ব্যবহার  করলে ।

একই  সুঁচ  দিয়া আসক্ত  ব্যক্তিরা  ইনজেকশন  নিলে ।

সুদুর  গ্রামে  চিকিৎসা  হিসাবে  ইনজেকশন  বা স্যালাইন নেওয়ার  সময়  সেবাদানকারী  ভাইরাসযুক্ত  সুঁচ /সিরিঞ্জ   ব্যবহার করলে ।

অপারেশন  এর  যন্ত্রপাতি  জীবানুমুক্ত  না হলে ।

সংক্রামোক  কয়  ধরনের  এবং  কার  বেলায়  কি  উপসর্গ :

২ প্রকার

a) স্বল্পমেয়াদি  -৬ মাস  বা  কম

b) দীর্ঘ  মেয়াদি – ৬ মাসের  বেশি

স্বক্রিযো  ভাইরাস  কি  উপসর্গ  –

বমি ভাব  বা  বমি

জ্বর

গা  ম্যাজ  ম্যাজ বাস শরীর ও মাথা  ব্যথা

ক্ষুধামন্দা

 ডান  বুকের নিচে  পেটে  ব্যথা

জন্ডিস

চোখ  লাল / হলুদ

প্রস্রাব  হলুদ

জিহ্বার  তলা  হলুদ

শরীরের  ত্বক  হলুদ

গিরা  ব্যথা

রক্ত বমি  হওয়া  দুর্বলতা

অজ্ঞান  হওয়া ।উক্ত  অসুবিধা গুলো  লিভার  কাজ  ঠিকমতো  করতে  না পারার  জন্য । নিস্ক্রিয়  ভাইরাস  বহনকারীর  তেমন  ক্ষতি  হয়না  তবে  অন্যকে  সংক্রামিত  করে  এবং  স্বক্রিয় হলে  উপরের  মতো  উপসর্গ  দেখা

 দেয় ।

স্বক্রিয় এবং  নিস্ক্রিয়  ভাইরাস  কিভাবে

 বুঝা  যায় ?

রক্ত  টেস্ট  করে ।

আগে  থেকে Hbsag  পজিটিভ  থাকলে  গর্ভধারণে  কোন  নিসেধ  নাই  তবে গাইনী ও লিভার  বিশেষজ্ঞর  তত্ববাধনে থাকতে  হবে ।  স্বামীর  Hbsag করাতে  হবে এবং  নেগেটিভ  হলে  ৩ ডোজ  টিকে  দিতে  হবে  ।

প্রসবের  পর   বাচ্চার  নাড় থেকে রক্ত  নিয়া  Hbsag  করাতে  হবে ;নেগেটিভ  হলে  বাচ্চাকে  ভ্যাকসিন  ও  ইমিউনো গ্লোবুলীন   ইনজেকশন  দেওয়ার  মানসিক  ও অর্থিক  প্রস্তুতি  থাকতে  হবে।  qইনজেকশন  ২ টি  দেওয়ার  পর  বাচ্চাকে  মা  নিজের  দুধ  পান  করাতে  পারবেন ।

বর্তমানে  হেপাটাইটিস বি  প্রতিরোধের  ভ্যাকসিন এবং  ভাইরাস  নির্মূল  করার  ঔষধ  বাংলাদেশে  পাওয়া  যায় ;সুতরাং  আতংকিত  না হয়ে  সচেতন  হবেন  ও  যথাসময়ে   অবস্থা  অনুযায়ী  ব্যবস্থা  নিবেন ।

গর্ভাবস্থায়  ভাইরাস  স্বস্ক্রিয়   হলে মায়ের  জন্ডিস  হয় । এরূপ  হলে  গর্ভবতীকে  হাসপাতালে  ভর্তি  করে  প্রসূতি  ও লিভার  বিশেষজ্ঞদের  নিবিড়  পর্যবেক্ষনে দলগত  চিকিৎসা  নিতে  হবে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়