গর্ভপাত (Abortion)/ মিসক্যারেজ সম্বন্ধে কিছু অজানা তথ্য: পর্ব -২

গর্ভপাত (Abortion)/ মিসক্যারেজ সম্বন্ধে  কিছু  অজানা  তথ্য: পর্ব -২

গর্ভপাত হলে  কি  পরবর্তীতে  গর্ভধারণ  ও  সুস্থ্য  বাচ্চা  প্রসবে  অসুবিধা  হয় ?

না

গর্ভপাতের  কত  সময়  পর  প্রেগন্যান্ট  হলে  অসুবিধা  হয় না ?

৩ মাস  পর

গর্ভপাতের  উপসর্গ  কি কি ?

*  জরায়ুর  থেকে  ফোঁটা ফোঁটা বা  বেশি  রক্তক্ষরণ  ; রক্তের  রং  কালচে  বা লালচে  হতে  পারে ।

*তলপেটে  ব্যথা

* মাংসাল  চাকা  যোনি  পথে  নির্গমন ।   ভ্রুনের  বৃদ্ধি  বন্ধ হলে এবং  হার্ট  চলে গেলে  উপরের  উপসর্গগুলো নাও  দেখা  দিতে  পারে  তবে  প্রেগনেন্সির  লক্ষনগুলো  চলে  যেতে  শুরু  করে ।

এ  ধরনের  গর্ভপাতের  নাম  কি ?

মিসড  এবোর্সন (Missed  Abortion ) .

মিসড এবোর্সন এর  চিকিৎসা  কি ?

 রক্তের  কিছু  পরীক্ষা  নিরীক্ষা  করার  পর  জরায়ু  থেকে  মৃত্যু  ভ্রুন  সম্পূর্ন  বের  করে  ফেলা  ।

গর্ভপাত  নির্নয়ের  উপায় ?

তলপেটের  USG  করা ।

জরায়ু  ও জরায়ুর  মুখ  পরীক্ষা  করা ।

চিকিৎসা  :

গর্ভ  অসম্পুর্ন  থাকলে  ডিএন্ডসি   করা ।

ডিএন্ডসি কে ও  কোথায়  করা  নিরাপদ ?

দক্ষ  ডাক্তার

উৎকৃষ্ট  মানের  হাসপাতাল / ক্লিনিক

জীবানুমুক্ত  যন্ত্রপাতি ।

 গর্ভ ১৪ সপ্তাহ  হলে  জরায়ুর  মুখের  উপরে  সেলাই  দেওয়া  হয় যদি

জরায়ুর  মুখ  বড় হয় ।

গর্ভধারনের  আগে  কি  এ  সেলাই  দেওয়া  যায় ?

হা

কীভাবে ?

ল্যাপারোস্কোপি  এর  সাহায্যে ।

গর্ভপাত  কি  প্রতিরোধ  করা  যায় ?

 হা  কিছু  কিছু  ক্ষেত্রে ।

কিভাবে ?

গর্ভপাতের  ঝুঁকিপূর্ন  কারনের  চিকিৎসা  করে ।

হিস্টেরোস্কোপি করে  জরায়ুর  টিউমার বা  সেপটাম  / পর্দা  সরায়ে  নিলে ।

রক্ত  জমাট  বাঁধা  রোগের  মেডিসিন  দিয়া  চিকিৎসা  করলে ।

ক্রোমোজোম  সমস্যার  জন্য  আমাদের  দেশে  কি  চিকিৎসা  আছে ?

না

থেরাপিউটিক  গর্ভপাত  কখন করা  হয় ?

 চলমান গর্ভ  অগ্রসরে  মায়ের  মৃতু্র  আশংকা থাকলে ।

গর্ভপাতের  পর  কি  কোন  পরীক্ষা  করতে  হয় ?

হা

কি  পরীক্ষা  এবং  কেন ?

তলপেটেআর USG করে  দেখা হয়  জরায়ুর  ভিতর  সম্পূর্ন  পরিস্কার  হয়েছে  কি  না ।

সম্পূর্ন  পরিস্কার  না হলে  কি ক্ষতি  হয় ?

লাগাতার  জরায়ু  থেকে  রক্তক্ষরন  এবং  ইনফেকশন  হয় ।

ইনফেকশন  হলে  কি কি  উপসর্গ হবে ?

জ্বর

তলপেটে  ব্যথা

দুর্গন্ধযুক্ত  রক্তমিশ্রিত  স্রাব

বমি ভাব  বা বমি

খিটখিটে  মেজাজ

ইনফেকশন  হলে  কি  বন্ধ্যাত্ব  আসে ?

হা ;টিউব  বন্ধ  হয় ; ফলতঃ  মহিলা   বন্ধ্যত্বের  শিকার  হয় ।

সামাজিক মূল্যবোধে  কখন  গর্ভপাত  করা  হয় ?

 ধর্ষনে  গর্ভ  আসলে ।

গর্ভপাত  কি  ইসলাম  সমর্থন  করে ?

 না

কাপফারা  দিলে  কি  গর্ভপাত  করার পাপ  মোচন  হয় ?

না  ।

পাপ মোচনের  উপায়  কি ?

আল্লাহর  কাছে  কেঁদে  ক্ষমা  চাওয়া ।

 এখনও  কি  গ্রামে – গঞ্জে  লোক -লজ্জাo

র ভয়ে  মহিলারা  দায় দিয়া  গর্ভপাত করানোর  জন্য   গাছের  শিকড়

  জরায়ুতে  প্রবেশ  করায় ? এতে  কি কি   অসুবিধা  হয় ?

 হা .এখনও গর্ভপাত  করানোর  জন্য  গাছের

শিকড় ব্যবহার হয়  ।

;দায়  প্রজনন  তন্ত্রের  অবস্থান  নাজানার   জন্য  জরায়ু  ও খাদ্যনালি  ফুটো  করে  ফেলে  যা  রুগীর  মৃত্যু  ঘটায় ।

সুতরাং  আমরা  জন্মনিয়ন্ত্রণ  করি  গর্ভপাত  থেকে  বিরত  থাকি ।

 আর  গর্ভপাত  করলেও  গর্ভের  প্রথম  সময়ে (৭-১২ সপ্তাহে)  দক্ষ  ডাক্তার .পরিচ্ছন্ন  হাসপাতাল ও জিবনূমূক্ত  যন্ত্র  এর  সাহায্য  নি যাতে  জটিলতা  ও  মৃত্যু  কমানো  যায় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

3,086 thoughts on “গর্ভপাত (Abortion)/ মিসক্যারেজ সম্বন্ধে কিছু অজানা তথ্য: পর্ব -২”

  1. Türkiye’deki bahis oyuncularının ve online bahis sitelerinin sayısı arttıkça deneme bonusu veren sitelerin de sayısı gittikçe artmaktadır. Sektördeki rekabete bağlı olarak, siteler üyeleri kendilerine çekmek için üyelerine birbirinden cazip bonuslar sunmaktadır.Elbette bu sitelerin güvenilirliği de oldukça önemlidir. Güvenilir ve lisanslı, üyelerine deneme bonusu veren başlıca siteleri Belesbonus.org Sizlere sunmaktadır.