গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া নিয়া কিছু জরুরি তথ্য

গর্ভাবস্থায়  বাচ্চার নড়াচড়া  নিয়া  কিছু  জরুরি  তথ্য:

বাচ্চা কত  সপ্তাহে  প্রথম  নড়ে ?

৭-৮ সপ্তাহে  ।

গর্ভবতী  কি  এ  সময়  থেকে  নড়াচড়া  টের  পান ?

না  ।

 কখন থেকো  মা  বাচ্চার নড়াচড়া  বুঝেন ?

১৮থেকে  ২৪ ( মতান্তরে  ১৬-২৫) সপ্তাহে ।

বাচ্চার  প্রথম  নড়াচড়া  কেমন ?

মৃদু  কম্পন

বাচ্চার নড়াচড়া  কি ইংগিত  বহন  করেন ?

 বাচ্চার সুস্থতা .স্বক্রিওতা  ও সঠিক  বৃদ্ধি ।

সুতরাং  গর্ভবতীকে  বাচ্চার  নড়াচড়ার  প্রতি  কড়া  নজর  দিতে  হবে  ।

বাচ্চা  দিনে  কতবার  নড়া  ভালো ?

সকাল  ৯ টা  থেকে  রাত  ৯ টা  পর্যন্ত  ১০-১২ বার  i

বাচ্চা  কি সারাক্ষন  নড়তে  থাকে ?

 না

কখন  নড়ে ?

জাগ্রত  থাকলে  ।

তবে  কি বাচ্চা   মায়ের  পেটে  ঘুমায় ?

হা ।

একনাগারে  কতক্ষন  ঘুমায় ?

৯০ মিনিট  বা  দেড়  ঘন্টা  ।

বাচ্চা  কম নড়লে বা  না নড়লে কি করতে  হবে ?

 ঠান্ডা  বা  মিস্টি  খাবার  খেয়ে  একপাশে  কাত  হয়ে  শুয়ে  বা  পিছনে  হেলা দিয়া  বসে

 গর্ভবোতীকে নড়াচড়া  খেয়াল  করতে  হবে  পুরো ২ ঘন্টা ।

ঘন্টায়  কতবার  নড়লে  বাচ্চা সুস্থ্য  আছে  মনে  করা  যায় ?

 ঘন্টায় ৩ বার  পর্যবেক্ষন  পিরিয়ডে ।

কম  নড়লে বা নাসা নড়লে কি ভয়  আছে ?

মৃত  সন্তান  প্রসবের   সম্ভাবনা  বাড়ে  ।

 না  নড়লে বা কম নড়লে কি  করতে  হবে ?

জরুরিভিত্তিতে  হাসপাতালে  যেতে  হবে  ।

এক্ষত্রে  ডাক্তার  কি কি  করবেন ?

* বাচ্চার হৃদস্পন্দন  শুনবেন  stethoscop  বা ডোপ্লার  দিয়া  ।

* USG .Biophysical profile  করাবেন ।

কোন কোন ক্ষেত্রে  গর্ভবতী  বাচ্চার নড়াচড়া  টের  পান  না ?

গর্ভবতী  বেশি  মোটা  হলে

স্ট্রেসে  থাকলে

খেয়াল  না  করলে

বাচ্চার  জন্মগত  ত্রুটি  থাকলে

বাচ্চার ছাড়া পাশের  তরল  কমে গেলে

বাচ্চার  গলায়  নাড় প্যাচানো  থাকলে  ।

বাচ্চার  নড়াচড়া  একদিকে  যেমন  রোমাঞ্চকর  .অন্যদিকে  তেমনি  সুস্থতার  বুঝার  সহজ   প্রতীক  । কাজেই  মাকে  বাচ্চার  নড়াচড়ার  দিকে খেয়াল  রাখা  জরুরি  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়