গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া নিয়া কিছু জরুরি তথ্য

গর্ভাবস্থায়  বাচ্চার নড়াচড়া  নিয়া  কিছু  জরুরি  তথ্য:

বাচ্চা কত  সপ্তাহে  প্রথম  নড়ে ?

৭-৮ সপ্তাহে  ।

গর্ভবতী  কি  এ  সময়  থেকে  নড়াচড়া  টের  পান ?

না  ।

 কখন থেকো  মা  বাচ্চার নড়াচড়া  বুঝেন ?

১৮থেকে  ২৪ ( মতান্তরে  ১৬-২৫) সপ্তাহে ।

বাচ্চার  প্রথম  নড়াচড়া  কেমন ?

মৃদু  কম্পন

বাচ্চার নড়াচড়া  কি ইংগিত  বহন  করেন ?

 বাচ্চার সুস্থতা .স্বক্রিওতা  ও সঠিক  বৃদ্ধি ।

সুতরাং  গর্ভবতীকে  বাচ্চার  নড়াচড়ার  প্রতি  কড়া  নজর  দিতে  হবে  ।

বাচ্চা  দিনে  কতবার  নড়া  ভালো ?

সকাল  ৯ টা  থেকে  রাত  ৯ টা  পর্যন্ত  ১০-১২ বার  i

বাচ্চা  কি সারাক্ষন  নড়তে  থাকে ?

 না

কখন  নড়ে ?

জাগ্রত  থাকলে  ।

তবে  কি বাচ্চা   মায়ের  পেটে  ঘুমায় ?

হা ।

একনাগারে  কতক্ষন  ঘুমায় ?

৯০ মিনিট  বা  দেড়  ঘন্টা  ।

বাচ্চা  কম নড়লে বা  না নড়লে কি করতে  হবে ?

 ঠান্ডা  বা  মিস্টি  খাবার  খেয়ে  একপাশে  কাত  হয়ে  শুয়ে  বা  পিছনে  হেলা দিয়া  বসে

 গর্ভবোতীকে নড়াচড়া  খেয়াল  করতে  হবে  পুরো ২ ঘন্টা ।

ঘন্টায়  কতবার  নড়লে  বাচ্চা সুস্থ্য  আছে  মনে  করা  যায় ?

 ঘন্টায় ৩ বার  পর্যবেক্ষন  পিরিয়ডে ।

কম  নড়লে বা নাসা নড়লে কি ভয়  আছে ?

মৃত  সন্তান  প্রসবের   সম্ভাবনা  বাড়ে  ।

 না  নড়লে বা কম নড়লে কি  করতে  হবে ?

জরুরিভিত্তিতে  হাসপাতালে  যেতে  হবে  ।

এক্ষত্রে  ডাক্তার  কি কি  করবেন ?

* বাচ্চার হৃদস্পন্দন  শুনবেন  stethoscop  বা ডোপ্লার  দিয়া  ।

* USG .Biophysical profile  করাবেন ।

কোন কোন ক্ষেত্রে  গর্ভবতী  বাচ্চার নড়াচড়া  টের  পান  না ?

গর্ভবতী  বেশি  মোটা  হলে

স্ট্রেসে  থাকলে

খেয়াল  না  করলে

বাচ্চার  জন্মগত  ত্রুটি  থাকলে

বাচ্চার ছাড়া পাশের  তরল  কমে গেলে

বাচ্চার  গলায়  নাড় প্যাচানো  থাকলে  ।

বাচ্চার  নড়াচড়া  একদিকে  যেমন  রোমাঞ্চকর  .অন্যদিকে  তেমনি  সুস্থতার  বুঝার  সহজ   প্রতীক  । কাজেই  মাকে  বাচ্চার  নড়াচড়ার  দিকে খেয়াল  রাখা  জরুরি  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

871 thoughts on “গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া নিয়া কিছু জরুরি তথ্য”

  1. I am just writing to make you understand what a perfect experience my wife’s princess obtained using your webblog. She noticed some things, which included what it is like to possess an excellent teaching spirit to make others with no trouble learn about specific specialized things. You undoubtedly surpassed readers’ expected results. Thanks for providing those priceless, trusted, informative as well as unique tips on your topic to Mary.

  2. After going over a handful of the blog articles on your web site, I honestly appreciate your
    way of blogging. I book-marked it to my bookmark website list
    and will be checking back soon. Please check out my web site as well and let me
    know your opinion.

  3. Superb blog you have here but I was wondering if you knew
    of any discussion boards that cover the same topics discussed in this article?
    I’d really love to be a part of community where I can get comments from other knowledgeable individuals that share the same interest.
    If you have any recommendations, please let me know. Cheers!

  4. Pingback: social sex games

  5. I do not know whether it’s just me or if perhaps everyone
    else encountering issues with your blog.
    It appears as though some of the text in your
    posts are running off the screen. Can somebody else please comment and let
    me know if this is happening to them as well? This could
    be a issue with my internet browser because I’ve had this happen before.

    Appreciate it

  6. We’re a group of volunteers and opening a new scheme in our community.
    Your site offered us with valuable information to work on. You’ve done a formidable job and our entire community
    will be thankful to you.