গর্ভাবস্থা

গর্ভাবস্থা  :

ভ্রুনের   শুরু   থেকে সন্তান  ভুমিস্ট  হওয়া  পর্যন্ত  সময়কালই  হচ্ছে  গর্ভাবস্থা ।  এ  অবস্থা  কোন  রোগ  নয় .প্রাকৃতিক ও  শরীরের একটা    পরিবর্তিত  অবস্থা  মাত্র । মা  হতে  পারাটা   মেয়েদের  আনন্দের  ব্যাপার ।  তবে  হবু  মা  ও পরিবারের  সবাইকে  সচেতন  থাকতে  হবে  ।  কারন এ  সময়  কিছু  জটিলতা  হতে  পারে -সঠিক   সময়ে এগুলোর   মোকাবেলা  করলে  তেমন  কোন  সমস্যা হয়  না ।

জটিলতাগুলো :

অতিরিক্ত  বমি

রক্তশূন্যতা

পানিশূন্যতা

ঊচ্চ রক্তচাপ

প্রস্রাবে   ও  রক্তে প্রোটিন  ও সুগার   আসা

 প্রস্রাবে  জ্বালাপোড়া  হওয়া

তলপেটে  ব্যথা  লাগা

প্রস্রাব  কম হওয়া  বা  একেবারে  বন্ধ  হওয়া

সময়ের  সাথে সাথে   পেটের  বৃদ্ধি  না  হওয়া  বা  শরীরের ওজন  না বাড়া

যোনিপথে রক্ত ক্ষরণ  হওয়া

দুর্গন্ধযুক্ত  স্রাব  নির্গত  হওয়া

 সন্তানের  নড়াচড়া  অনুভূত  না হওয়া

জ্বর  হওয়া

পা  ও শরীর  ফুলে  যাওয়া

খিঁচুনি  উঠা

জন্ডিস হওয়া

স্বাসকস্ট  হওয়া

অজ্ঞান হওয়া

উপরোক্ত  সমস্যার  যে  কোন  একটি  দেখা  দিলে  ডাক্তারের  শরনাপন্ন  হতে  হবে ।

কেউ  ভয়  পাবেন  না ;কারন  এসব  জটিলতাগুলো  সমাধান  বা  নিয়ন্ত্রনযোগ্য ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়