জরায়ুর মুখে ফাইব্রয়েড ও সমস্যা এবং প্রতিকার :

জরায়ুর  মুখে  ফাইব্রয়েড  ও  সমস্যা  এবং  প্রতিকার : 

ফাইব্রয়েড এক ধরনের  টিউমার   যা  নিরীহ  বা  জীবন  নাশের  সরাসরি  হুমকি  না  হলেও  কস্টদায়ক এবং  বিভিন্ন  জটিলতার  সম্মুক্ষীন    হতে  হয় । j

        জরায়ুর  মুখের  ফাইব্রয়েড সমস্যা নিয়া  ৪৮ বছর বয়স্ক  মিসেস  ফাতেমা আমার  কাছে  আসলেন ;

* ;তলপেটে সার্বক্ষনিক  চাপ এবং  ব্যথা

* অনবরত  প্রস্রাব  করার  অনুভূতি /গরজ

* কস্টকর  মূত্র  ও মল ত্যাগ

* মলাশয়ে অত্যধিক  চাপ

* মাসিকের  সময়  অতিরিক্ত  রক্তক্ষরন

তাঁর  উপরোক্ত  সমস্যার  কারন  নির্নয়  করার  জন্য

তলপেটের  usg  ও  প্রস্রাব  পরীক্ষা  দিলাম ।

 usg  রিপোর্টে  দেখা  গেলো – জরায়ু  জুড়ে  বহু  টিউমার এবং জরায়ুর  মুখে একটি

ফাইব্রয়েড ।

প্রস্রাবের  রিপোর্ট  ভালো । সুতরাং  পুরো  জরায়ু   (জরায়ুর   মুখ  সহ ) ফেলে  দেওয়ার সিধান্ত  পার্টিকে  জানলাম এবং  কাউন্সিলিং  করলাম ।

অপারেশনের  সময়  দেখলাম  জরায়ুর  আকার  বিকৃত ; বেশ  কিছু   ফাইব্রয়েড   মুত্রিথলি  ও মলাশয়ের সন্নিকটে  রয়েছে এবং  সেগুলোর চাপে  প্রস্রাব  ও  পায়খানা জনিত  সমস্যা  হচ্ছিল  ।   জরায়ুর  গঠনগত  ত্রুটি  মাথায়  রেখে  আল্লাহর  কৃপায়  জরায়ু  ফেলতে  সমর্থ হলাম ।

রোগী  ভালো  আছে । আলহামদুলি্লাহ ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়