নরমাল ডেলিভারি (Normal Delivery )সম্বন্ধে গুরুত্তপূর্ন তথ্য

নরমাল ডেলিভারি  (Normal  Delivery )সম্বন্ধে  গুরুত্তপূর্ন  তথ্য:

আমরা  সবাই  নিরাপদ  নরমাল  ডেলিভারি  চাই ;  পেট  কেটে  সিজার – সামান্যকিছু জনগন  মা  শিশুর  সুস্থ্যতার  জন্য  সিদ্ধান্ত   নেন ।

বিপরীতপক্ষে  ;গর্ভবতী  ও গর্ভস্থ  সন্তান  এবং গর্ভবতীর প্রসবপথের অসুবিধার  জন্য জটিলতা  এড়াতে   ডাক্তার  সিজারের  পরামর্শ  দেন ।

সহজে  বুঝার  জন্য  ৩ টি  P   দিয়া  নরমাল  ডেলিভারি  হওয়ার  সম্ভাবনা  অনুমান  করা যায়  ।

P -power ;এটা  হচ্ছে জরায়ুর   সংকোচন  যা  শিশুকে  নিচে  নামতে  সাহায্য  করে  ।

P- Passanger- এটা  শিশুর  আকার .পোজিসন  ইত্যাদি ।

P -Passage-প্রসবপথ   এর  উপযুক্ততা  এবং  বোস্তীকোটরের  আকার -আকৃতি  ও  জরায়ুমুখের  প্রসারতা  ।

 উপোরূক্তো  ৩ টি  P  ছাড়াও  ছাড়া  কতগুলো  জটিলতার  কারনে  নরমাল  ডেলিভারি  সম্ভব  হয়না  ।

জটিলতাগুলি :

 উচ্চ রক্তচাপ

অনিয়ন্ত্রিত  ডায়াবেটিস ?

স্বাসকস্ট

 বাচ্চার  মাথা ও  প্রসব পথের  অসমতা

জরায়ুর  মুখ  না  খোলা

বাচ্চা  নিচে  না নামা

বাচ্চারা  থলেতে  পানি  কম থাকা

গর্ভবতী  ব্যথার  সময়  নিচের  দিকে

চাপ প্রয়োগে  অক্ষম ।

বাচ্চা  ও মা  চরম  দুর্দশার (Distress) ঝুঁকিতে  পড়া  ।

গর্ভফুল   নিচে  থাকা

গর্ভফুল জরায়ু  থেকে  সরে  যাওয়া ।

বিলম্বিত  প্রসব বেদনা ।

আমরা  বাস্তবতা  বুঝলে দোষারূপ  থেকে  বিরত  থাকবো  ইনশাল্লাহ  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়