নরমাল ডেলিভারি (Normal Delivery )সম্বন্ধে গুরুত্তপূর্ন তথ্য

নরমাল ডেলিভারি  (Normal  Delivery )সম্বন্ধে  গুরুত্তপূর্ন  তথ্য:

আমরা  সবাই  নিরাপদ  নরমাল  ডেলিভারি  চাই ;  পেট  কেটে  সিজার – সামান্যকিছু জনগন  মা  শিশুর  সুস্থ্যতার  জন্য  সিদ্ধান্ত   নেন ।

বিপরীতপক্ষে  ;গর্ভবতী  ও গর্ভস্থ  সন্তান  এবং গর্ভবতীর প্রসবপথের অসুবিধার  জন্য জটিলতা  এড়াতে   ডাক্তার  সিজারের  পরামর্শ  দেন ।

সহজে  বুঝার  জন্য  ৩ টি  P   দিয়া  নরমাল  ডেলিভারি  হওয়ার  সম্ভাবনা  অনুমান  করা যায়  ।

P -power ;এটা  হচ্ছে জরায়ুর   সংকোচন  যা  শিশুকে  নিচে  নামতে  সাহায্য  করে  ।

P- Passanger- এটা  শিশুর  আকার .পোজিসন  ইত্যাদি ।

P -Passage-প্রসবপথ   এর  উপযুক্ততা  এবং  বোস্তীকোটরের  আকার -আকৃতি  ও  জরায়ুমুখের  প্রসারতা  ।

 উপোরূক্তো  ৩ টি  P  ছাড়াও  ছাড়া  কতগুলো  জটিলতার  কারনে  নরমাল  ডেলিভারি  সম্ভব  হয়না  ।

জটিলতাগুলি :

 উচ্চ রক্তচাপ

অনিয়ন্ত্রিত  ডায়াবেটিস ?

স্বাসকস্ট

 বাচ্চার  মাথা ও  প্রসব পথের  অসমতা

জরায়ুর  মুখ  না  খোলা

বাচ্চা  নিচে  না নামা

বাচ্চারা  থলেতে  পানি  কম থাকা

গর্ভবতী  ব্যথার  সময়  নিচের  দিকে

চাপ প্রয়োগে  অক্ষম ।

বাচ্চা  ও মা  চরম  দুর্দশার (Distress) ঝুঁকিতে  পড়া  ।

গর্ভফুল   নিচে  থাকা

গর্ভফুল জরায়ু  থেকে  সরে  যাওয়া ।

বিলম্বিত  প্রসব বেদনা ।

আমরা  বাস্তবতা  বুঝলে দোষারূপ  থেকে  বিরত  থাকবো  ইনশাল্লাহ  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

67 thoughts on “নরমাল ডেলিভারি (Normal Delivery )সম্বন্ধে গুরুত্তপূর্ন তথ্য”

  1. Kalkınma ve ilerleme yolunda her geçen gün yeni adımlar atan ülkemiz, kendi kültür ve değerlerine sahip çıkarak her konuda kendini ilerletmiştir. Kendi mimarisi olan cami halılarımızı göz önüne olarak bu kanıya katılabilirsiniz. Motif ve desenleriyle göbekli cami halısı, saflı cami halısı, seccadeli cami halısı, yün cami halısı, naturel cami halısı bulunur.

  2. PG SLOT จะมาแนะนำวิธีการ เลือกเล่นเกมสล็อตออนไลน์ อยากได้เงิน ว่าควรเลือกเล่นเกมแบบไหนถึงจะสามารถทำกำไรจากการเล่นสล็อต pgslot ได้อย่างเป็นกอบเป็นกำบางคนอาจเล่นเกมเพื่อการรีวิวเกม

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *