পুরুষ বন্ধ্যাত্বের কারন গুলি জানেন কি ?

পুরুষ  বন্ধ্যাত্বের  কারন গুলি  জানেন  কি ?

 অত্যধিক  মানসিক  চাপ

দীর্ঘ  সময়  ধরে  দাঁড়িয়ে  বা  বসে  থাকা

দীর্ঘপথ  সাইকেল বা বাইকে  চলা

মদপান .ধুম  পান  ও মাদকে  আসক্তি  ।

 স্থূলতা

 অন্ড  কোষের ইনফেকশন –gonorrhoea.বা অন্য  যৌনবাহিত  রোগ দ্বারা ।

বেশি  তাপমাত্রায় কাজ  করা  বা  থাকা

ঘন .ঘন ও বেশী  সময় ধরে  বাথ  টাবে   অন্ডকোষ  ডুবে থাকা

ওয়েল্ডিং  খনি ও  লন্ড্রিতে এবং  কুকের   কাজ  করা

নাইলন  টাইট  অন্তরবাস  পরিধান  করা  আঁটসাঁট  জিন্স  এর  প্যান্ট  পরা  ।  মোবাইল  বাস  ল্যাপটপ  তলপেটে  রেখে  কাজ  করা ।

জন্মগত  ভাবে  ২ টেসটিস পেটের  ভিতরে  থাকা  এবং  সময়মতো  অপারেশন  করে  অণ্ডথলিতে  নামিয়ে  না  আনা

পুরুষত্বহীনতা

ভেরিকোসিল  (testis  এর  রক্তবাহী  শিরার  মোটা এবং  ফুলে  যাওয়া)  থাকা   এবং

অপারেশোন  করে  ঠিক  না করলে তাপমাত্রা  বেড়ে  গিয়া  শুক্রানু  উৎপাদনে  ব্যাঘাত  ঘটা  ।

বড়  ধরনের  সার্জারি  পুরুষ  প্রজননতন্ত্রে   আশেপাশে  হওয়া

ড্রাগ -কিছু  প্রেসার. .ডিপ্রেশন. চিকিৎসার  মেডিসিন সেবন ;  সিমেটিডিন  গ্যাসের  মডিসিন বেশি  খাওয়া ।

রেডিয়েশন  / তেজীসস্ক্রীয় ( এক্স – রে …সিটি -স্ক্যান ) এ   করা

ডায়াবেটিস

থাইরোযেড এর  রোগ  নিয়ন্ত্রনে  না  রাখা

ভাস ডিফরেণ্স (vas deference )   -বীর্য  চলাচলের  পথ  এর  জন্মগত  অনুপস্থিতি  বা  পরে  বন্ধ  হওয়া (ইনফেকশন  বা  সার্জারি  করে  ।

হার্নিয়া হিড্রোসিল .প্রোস্টট মূত্রনালির  সার্জারি

 শরীরে এন্টি  স্পার্ম  এন্টিবডির  উপস্থিত  যা   শুক্রানু  জমাট  বাধায় .এবং  সনাক্ত  করে  শরীর  থেকে  বের  করে t

উল্টো  পথে বীর্য  নিঃশরন  (প্রস্রাবের  থলিতে  যাওয়া )

অন্ডকোষ  এর  টিবি  হওয়া ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়