প্রেগনেন্সি ডায়াবেটিস (GDM)/Gestational Diabetes Mellitus. সম্বন্ধে কিছু তথ্য:

প্রেগনেন্সি ডায়াবেটিস (GDM)/Gestational Diabetes Mellitus. সম্বন্ধে কিছু  তথ্য:

  জেস্টেশোনাল  ডায়াবেটিস  মেলাইটাস  কি ?

গর্ভধারনের  আগে  ডায়াবেটিস  না  থাকলে এবং  গর্ভাবস্থায়  ডায়াবেটিস দেখা  দিলে((রক্তে  শর্করা  বা  সুগারের  স্বাভাবিকের  চেয়ে  বেশি  হলে )  GDM বা জেস্টেশোনাল ডায়াবেটিস বলা  হয় ।

 ঝুঁকিসমূহ : মাজেস্টেশোনালত্রা

* বংশগত  ডায়াবেটিস এর  ইতিহাস ।

* অতিরিক্ত  মোটা  / স্থূলতা ।

* আগের  প্রেগনেন্সিতে  জেস্টেশোনাল

 ডায়াবেটিস মেলাইটাসে  ভুগে  থাকলে ।

* বেশি  বয়সে  গর্ভধারণ  করলে ।

*একের  অধিক  বাচ্চা  গর্ভে  থাকলে  ।

* হুট  করে  কয়েকবার  গর্ভপাতের  ইতিহাস  থাকলে  ।

* পেটের  ভিতরে  বাচ্চা  মারা  যাওয়ার   সমস্যার   সম্মুখীন  হয়ে থাকলে ।

*  পূর্বে  বিকলাঙ্গ  শিশুর  জন্ম  দিয়া  থাকলে ।

* বাচ্চার  থলেতে  অতিরিক্ত  পানি  (polyhydramnios) থাকলে ।

* সম্ভাব্য  প্রসব  সময়  শুরুর  আগে   পানি  ভেংগে  গেলে  বা  প্রসব  হলে (প্রেটের্ম labour )।

* পূর্বে  ৪ কেজি  বা  আরও  বেশি  ওজনের  বাচ্চা প্রসব  করে  থাকলে ।

* প্রসবের  পর  বাচ্চার  স্বাসকষ্টের ইতিহাস  থাকলে ।

* প্রসবের  সময় .প্রসবের  পর অথবা  ২-৩ দিনের  মধ্যে   বাচ্চা মরে   যাওয়ার  ইতিহাস  থাকলে ।

ঝুঁকি থাকলে  কি করা  দরকার ?

 গর্ভধারনের  আগেই  প্রসূতি  বিশেষজ্ঞকে  দেখায়ে  রক্তের  শর্করার  মাত্রা  মাপা. .নিয়ন্ত্রন  করা এবং ফলিক এসিড  ট্যাবলেট  খাওয়া  জরুরি ।

কখন হয় ?

 গর্ভকালীন  যেকোন  সময় ।

কোন সময়  শুরু   হয় ?

গোর্ভোফূল  তৈরি  হলেই ।

গর্ভফুল কিভাবে  জেস্টেশোনাল         ডায়াবেটিস মেলাইটাস করে ?

গর্ভফুল থেকে  নিঃসৃত  সবধরনের  হরমোন  রক্তে  গ্লুকোজ  বৃদ্ধি  করে ;এ  বর্ধিত  গ্লুকোজকে  ইনসুলিন  নিয়ন্ত্রন  করতে  পারেনা -ফলতঃ  রক্তে স্বাভাবিকের  চেয়ে  বেশি  সুগার /   শর্করা  বিরাজ  করে ।

জেস্টেশোনাল  ডায়াবেটিস মেলাইটাস হলে  গর্ভবতীকে  কি কি  সতর্কতা  অবলম্বন  করতে  হবে ?

* প্রসূতি  বিশেষজ্ঞ এর  চেক -আপ  এ  থাকতে  হবে ।

* পুস্টিবিদ  এর  দেওয়া খাবার  ও খাওয়ার  সময়  মেনে  চলতে  হবে ।

 *   প্রসূতি  বিশেষজ্ঞ এর  উপদেশ  অনুযায়ী  প্রতি  সপ্তাহে  রক্তের  শর্করা  মাপতে  হবে ।

HbA1C test করাতে  হবে  প্রতি  ৩ মাস  পর  পর ।

* ইনসুলিন  পেয়ে  থাকলে  নিয়ম ফলো  করতে  হবে  ও  নিজেই  নিতে  হবে ।

* নিজেরা  রক্তের  শর্করা  মাপতে  হবে ।

বাচ্চার  জন্মগত  ত্রুটি স্ক্যান (usg )করাতে  হবে ১৮-২০ সপ্তাহে  ২৪-২৬  সপ্তাহে ।

হাসপাতালে  ডেলিভারি  করাতে  হবে  ।

প্রসবের  পর পরই  বাচ্চাকে  বুকের  দুধ  পান  করাতে  হবে । এবং  বাচ্চার  রক্তের  শর্করা  মাপাতে  হবে

কখন  জেস্টেশোনাল ডায়াবেটিস মেলাইটাস ভালো  হয় ?

প্রসবের  পর  পরই ।

জেস্টেশোনাল ডায়াবেটিস মেলাইটাস থাকলে  পরবর্তীতে  কি   ডায়াবেটিস হতে  পারে ?

হা (৫-১০বা  ২০%) ।

বাচ্চার  কি কি  সমস্যা হয় ?

* বাচ্চা  স্বাসকস্টে ( RDS বা  Respiratory  Distress Syndrome ) ভুগে ।

* জন্মের  পর  বাচ্চার  রক্তের  সুগার  কমে  যায় (hypoglycaemia).

বাচ্চা  কি  ডায়াবেটিস নিয়া  জন্ম  নেই ?

না  তবে  জীবনের  মধ্যো  বয়সে  সন্তানের

ডায়াবেটিস হওয়ার  সম্ভাবনা  থাকে  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

35 thoughts on “প্রেগনেন্সি ডায়াবেটিস (GDM)/Gestational Diabetes Mellitus. সম্বন্ধে কিছু তথ্য:”

  1. Pingback: new sex flash games

  2. Right here is the right webpage for everyone who would like to find out about this topic.
    You understand so much its almost hard to argue with you (not that I really
    would want to…HaHa). You definitely put a brand new spin on a subject that has been discussed for years.
    Excellent stuff, just excellent!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *