বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা – বহু আলোচিত টেস্ট টিউব বেবি

বন্ধ্যাত্বের  আধুনিক  চিকিৎসা – বহু  আলোচিত  টেস্ট  টিউব বেবি :

টেস্ট  টিউব  বেবি  সম্বন্ধে  আমাদের  অনেকের  ধারনা  হচ্ছে  টিউবে  বাচ্চা  বড়  হয় ।  Test  Tube Baby কে  IVF ও  বলা  হয় ।

IVF বা ইন  ভিট্রো ফারটিলাইজেশন  একটি  পদ্ধতি – নারীর ডিম্বানু এবং  পুরুষের  শুক্রানুকে  শরীরের  বাইরে ( ল্যাবরেটোরিতে ) কৃতিম  উপায়ে ফার্টিলাইজ করে   প্রাপ্ত ভ্রুনকে  নারীর  জরায়ুতে  স্থাপণ  করা  হয় । এ পদ্ধতিকে  আমরা  সচরাচর  টেস্ট  টিউব  বেবী  বলে  থাকি  । IVF  করলেই  ১০০% বাচ্চা  হবে  এমন  ধারনা  নিয়া  অনেক  বন্ধ্যা  দম্পতি  বিদেশে  প্রতিনিয়ত  পাড়ি  দিচ্ছেন । কোন  কোন  দম্পতি দেশের  বিভিন্ন  প্রাইভেট  ক্লিনিকে ভিড়  -জমাচ্ছেন হন্তদন্ত  হয়ে ;আবার  বেশির  ভাগ  দম্পতি  ভাবছেন  অর্থ  থাকলে  টেস্ট  টিউব

বেবি  নিয়া  নিজেরা  সুখি হতেন এবং  অনেকেরই  IVF শব্দটা  জানা  নাই ।

এবার  আমরা   IVF সম্বন্ধে  কিছু  জানার  চেস্টা  করি —

সব  বন্ধ্যা  দম্পতির  IVF লাগেনা ;

*যে  বন্ধ্যা  দম্পতির মহিলা  সঙ্গীর দুটি  টিউব  বন্ধ

* নিন্মমানের  ডিম্বানু / ডিম্বানুর সংখা  অত্যন্ত  কম

* একটি  টিউব খোলা কিন্তু পূর্বে  IUI  সফল  হয়  নাই ।

বয়স  ৩৫ বছরের  বেশি এবং  স্বামী  প্রবাসেই  বেশি  থাকেন ।

* নারী  অত্যধিক  Endometriosis  এ ভুগেন

পক্ষান্তরে .

  দম্পতির বন্ধ্যত্বের  কারন  খুঁজে  পাওয়া  যায়না অথচ গর্ভধারণে  অপারগ –

*পুরুষ  সঙ্গীর শুক্রানুর    সংখ্যা  খুব   কম বা  উন্নত  মানের (গঠন  ও  চলনে ) নয় ।

* বীর্য  টেস্ট  এ  শুক্রানু  অনুপস্থিত  কিন্তু  টেস্টিস  এ  উৎপন্ন  হয় – এক্ষেত্রে ICSI বেশি  ফলপ্রসূ ।

ICSI  পদ্ধতিতে  পুরুষের  টেস্টিস  থেকে  শুক্রাণু বের  করে  নারীর  ডিম্বানুর  ভিতরে  প্রবেশ  করায়ে দিয়া  ফারটিলাইজ়  করা  হয় ।

বাকি  ধাপগুলো  IVF এর  মতো ।

* পুরুষের  বীর্যপাত  স্বাভাবিকপথে -মূত্রনালি দিয়া  না  হয়ে   মূত্রথলিতে  (Retrograde) হয়  ত্রুটির  কারনে  -এমন  অবস্থায়  মূত্র  থেকে  প্রসেস  করে  প্রাপ্ত  বীর্য  দিয়া  প্রথমে  IUI করে  গর্ভ  না আসলে  দম্পতির  চাহিদা ও আর্থিক  সামর্থ্য  বিবেচনায়  IVF  ও করা  হয়

*পুরুষ  সংগী  সহবাসে  অক্ষম এবং  বাচ্চা  চাইলে  । শুক্রানু  উন্নতমানের  হলে  IUi  ও  করা  যায় ।

IVF এর  প্রস্তুতি হিসাবে  বেশি  করে  উন্নত  মানের  ডিম্বানু উৎপাদনের  জন্য  মহিলা  সঙ্গিনীকে  বেশ  কিছু    দামী  ইনজেকশন  দেওয়া  হয়  ।

USG(TVS) করে  ফলিকুল ( যার ভিতর  ডিম্বানু  থাকে ) এর  নং  এবং  সাইজ  দেখা  হয় ।

মহিলাকে  অজ্ঞান  করে  যোনিপথ  দিয়া   USG এর  সহায়তায় ডিম্বাশয়  থেকে পরিপক্ক   ডিম্বানু  বের  করা  হয়  এবং ইমব্রাওলজিস্ট  কে দেওয়া  হয়

স্বামীর  প্রসেস করা  বীর্য  থেকে  উন্নতমানের  শুক্রানু দিয়া   কৃতিম  উপায়ে পেট্রিডিশে   ডিম্বানু   ফার্টিলাইজ করে  ভ্রুন  তৈরি  করা হয় ।

এইভাবে  প্রাপ্ত  ভ্রুন বৃদ্ধি  করে   নারীর  জরায়ুতে  স্থাপণ  করা  হয় ।

প্রেগনেন্সি  টিকিয়া  রাখার  জন্য  মহিলাকে  হরমোন  দেওয়া  হয়

ভ্রুন  স্থাপনের  ১৪ দিন  পর  প্রেগনেন্সি  টেস্ট  করা  হয় ।

সততা .পরিছন্নতা  ও ল্যাবের  উপর  IVF এর  সাফল্য  নির্ভর  করে  ৪০থেকে  ৮০ % ।

নিম্নে  দেখুন  বিস্ব এর  প্রথম  টেস্টটিউব  বেবি  লাউসি  জয়  ব্রাউন  ও  তাঁর  বাবা  মায়ের  ছবি

47 thoughts on “বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা – বহু আলোচিত টেস্ট টিউব বেবি”

  1. Thanks for any other magnificent article. The place else
    may just anybody get that type of information in such a perfect means of writing?
    I have a presentation subsequent week, and I’m at the look for
    such info.

  2. Wonderful blog! Do you have any tips for aspiring writers?
    I’m planning to start my own blog soon but I’m a little lost
    on everything. Would you advise starting with a free platform like WordPress
    or go for a paid option? There are so many choices out there that I’m
    completely overwhelmed .. Any ideas? Bless you!

  3. Write more, thats all I have to say. Literally,
    it seems as though you relied on the video to make your point.

    You obviously know what youre talking about, why throw away your intelligence on just posting
    videos to your blog when you could be giving us something informative
    to read?

  4. Somebody necessarily help to make significantly articles I would state.
    This is the first time I frequented your website page and to this point?
    I amazed with the analysis you made to create this actual publish incredible.

    Excellent task! 2CSYEon cheap flights

  5. Very nice post. I just stumbled upon your blog and
    wished to say that I have truly enjoyed surfing around
    your blog posts. After all I’ll be subscribing to your feed
    and I hope you write again very soon!

  6. I’d like to thank you for the efforts you have
    put in penning this website. I really hope to view
    the same high-grade blog posts by you in the future as well.

    In fact, your creative writing abilities has motivated me to get my own,
    personal site now 😉

  7. I’m not sure why but this blog is loading incredibly slow for me.

    Is anyone else having this problem or is it a problem on my end?
    I’ll check back later and see if the problem still exists.

  8. An impressive share! I’ve just forwarded this onto a co-worker who has been conducting a little
    research on this. And he in fact bought me lunch due to the fact that
    I stumbled upon it for him… lol. So allow me to reword
    this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to talk about this matter here on your
    website.

  9. Hello there! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly?
    My site looks weird when viewing from my apple iphone.
    I’m trying to find a template or plugin that might be able to resolve this issue.
    If you have any suggestions, please share.

    With thanks!

  10. I was recommended this website by means of my cousin. I’m now not sure whether or
    not this post is written by him as no one else realize such designated about my trouble.
    You are amazing! Thanks!

  11. Thanks for any other magnificent article. Where else could anybody get that kind
    of info in such a perfect method of writing?
    I’ve a presentation subsequent week, and I’m
    on the search for such info.

  12. สล็อต เว็บ ตรง แตกง่ายแตกหนักแจกจริง ไม่ผ่านเอเยนต์ต้องที่นี่กับ PGSLOT-TH.COM เว็บเกมคุณภาพจากค่ายชื่อดังอย่าง PG SLOT ที่มีลูกค้าเล่นอย่างมากมายทั่วโลก มาแรงปี2022

  13. xoslot ทางเข้าจัดให้ และก็ พร้อมมอบให้กับลูกค้าทุกคนอีกทั้งใหม่ pg slot และก็เก่าสิทธิพิเศษที่คุ้ม โดยมีให้เลือกรับเครดิตฟรี แบบต่างๆ ล้นหลามเป็นต้นว่าสมัครเป็นสมาชิกฟรี

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *