মোলার এবং একটোপিক প্রেগনেন্সির পর স্বাভাবিক সন্তান প্রসব :

মোলার  এবং  একটোপিক  প্রেগনেন্সির  পর  স্বাভাবিক  সন্তান  প্রসব  :

মিসেস  খাদিজা ২৪ বছর ;৪ বছর  আগে

মোলার  এবং ২ বছর  আগে  এক্টোপিক

প্রেগনেন্সির পর  হতাশায় জীবন – যাপন  করছিলেন ।

বিধাতার  অশেষ  কৃপায়  তিনি  তৃতীয়বার  গর্ভবতী  হলে  আমার চেক – আপ  এ  থাকেন ।

 অনেক  কাউনসিলিং  এর  পরও  তিনি  বিমর্ষ  থাকতেন এবং USG এ  বাঁচার  মাথার  আকৃতি  দেখেও  মোলার  প্রেগনেন্সির  ভয়েই  থাকতেন ; কারন  আত্মীয় -স্বজন  বলতেন মোলার  প্রেগনেন্সির  পর  স্বাভাবিক  বাচ্চা  হয়না এবং  এক্টোপিক  প্রেগনেন্সির  পর  মোটেও বাচ্চা  হয়না ।

 মিসেস  খাদিজা  ১৯ মে  ২০১৯ কন্যা  সন্তান  প্রসব  করেন  সিজরিয়ানের  সহায়তায়

 বাচ্চা   দেখে  ক্ষনিকের  মধ্যে  তিনি  অতীতের  কস্ট  ভুলে  গেলেন ।  আমিন ।

আমি  নিজে  বহুবার  মোলার  ও  একটোপিক- এই  দুই  ধরনের  অস্বাভাবিক  প্রেগনেন্সি  নিয়া         প্রশ্নের  সম্মুখীন  হচ্ছি  বলেই  আজকের  এই  লেখা ।