লিমা ৩৩ বছর নামক রুগীর বন্ধ্যত্বের কারন উদঘাটনের জন্য ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার সময় তাঁর জরায়ু থেকে ৩টি টিউমার ফেলে দিলাম তাঁর হাজবেন্ড এর সম্মতি সাপেক্ষে ।

লিমা ৩৩ বছর নামক রুগীর বন্ধ্যত্বের  কারন  উদঘাটনের জন্য ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার  সময় তাঁর জরায়ু থেকে ৩টি টিউমার ফেলে দিলাম তাঁর হাজবেন্ড এর সম্মতি সাপেক্ষে ।

ল্যাপারোস্কোপি করার পরের দিন তিনি নিজ বাড়ী যান ।

এ পদ্ধতিতে টিউমার ফেলার অনেক সুবিধা রয়েছে :

১। অপারেশনের  সময়   রক্ত  লস  কম হয়

২। অপারেশন  এর পর রুগী  ব্যথা   কম  পান

৩। হাসপাতালে  সল্প  সময়  থাকা  লাগে

৪। রুগী  তাড়াতাড়ি  আরোগ্য  লাভ  করেন

৫। কর্মে  যোগ  দিতে  পারেন  মাত্র  ৫/৬ দিনে

৬। অপারেশনজনিত  জট (adhesion )  কম  পাকাই

৭। বন্ধ্যা  মহিলার  গর্ভধারনের  চান্স  বাড়ে

সুতরাং এধরনের টিউমার নিয়া দুঃসচিন্তা না করে দক্ষ সার্জন দিয়া অপারেশন করার উদ্দোগ নিলে ভালো হয় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

45 thoughts on “লিমা ৩৩ বছর নামক রুগীর বন্ধ্যত্বের কারন উদঘাটনের জন্য ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করার সময় তাঁর জরায়ু থেকে ৩টি টিউমার ফেলে দিলাম তাঁর হাজবেন্ড এর সম্মতি সাপেক্ষে ।”

  1. We are a group of volunteers and starting a new scheme in our community.
    Your website provided us with valuable information to
    work on. You’ve done an impressive job and our entire community will be grateful to you.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *