গর্ভাবস্থায় কোন কোন লক্ষনগুলো দেখা দিলে গর্ভবতীকে হাসপাতালে ভর্তি করা জরুরি :

গর্ভাবস্থায়   কোন  কোন   লক্ষনগুলো দেখা  দিলে  গর্ভবতীকে  হাসপাতালে  ভর্তি  করা  জরুরি :

রক্তক্ষরন

রক্তশূন্যতা/পানিশূন্যতা

অনিয়ন্ত্রিত  প্রেসার / ডায়াবেটিস

অবিরাম মাথা  ব্যথা

তলপেটে বেশি  ব্যথা

বেশি  বমি  হওয়া

ডায়রিয়া  হওয়া

অনেক  জ্বর হওয়া

  অতিমাত্রায়  স্বাসকস্ট হওয়া

 যৌথপথ  দিয়া   চুয়ে  চুয়ে বা  এক  ধাক্কাই  অনেক  পানি  বের  হওয়া .

লাগাতার  বা  ঘন  ঘন  পেট  শক্ত  হওয়া .

বেবির  নড়াচড়া  কমে  যাওয়া  বা   মোটেও অনুভব  না  করা .।

বুকে  ব্যথা

প্রস্রাবে  ব্যথা – জ্বালা

প্রস্রাব  কম  হওয়া  বা একেবারে  না হওয়া

.চোখে  আবছা  দেখা বা  একটা  জিনিস  দুটো  দেখা ।

খিঁচুনি  হওয়া

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়