গর্ভাবস্থায় পেটে ব্যথার কারন ও করনীয়

গর্ভাবস্থায়  পেটে  ব্যথার  কারন ও  করনীয় :

*অতিরিক্ত তেল .চর্বি . ঝাল -মশলাযুক্ত / ভাজা -পোড়া  খাবার  খেলে

এ  ধরনের  খাবার  পরিহার  করতে  হবে  ।

* এক্টোপিক  প্রেগনেন্সি

তাৎক্ষনিক  হাসপাতালে  ভর্তি  ও  অস্ত্রপচার ।

শরীরে  রক্ত সরবরাহ  করা ।

* গর্ভপাত ( miscarriage ) হাসপাতালে  ভর্তি  ও জরায়ু থেকে  ভ্রুন  সহ সব  ময়লা  বের করে  ফেলা । দরকারে  শরীরে  রক্ত  দেওয়া ।

*বাচ্চার  জোরে  নড়াচড়া

মাকে  মেনে  নিতে  হবে  ।

*  জরায়ু  থেকে  গোর্ভোফূল  সরে  যাওয়া -গর্ভবর্তীর  উচ্চ  রক্তচাপ  থাকলে  এ ঘটনা  ঘটে  যা  মা বাচ্চা উভয়ের  জন্য  ঝুঁকি ।

হাসপাতালে  ভর্তি  করে  পর্যবেক্ষোন / ডেলিভারি  করা  ।

* প্রিটার্ম  লেবার  প্রসবের   সম্ভাব্য  তারিখের  আগেই  প্রসব  প্রক্রিয়া  শুরু  হওয়া ।

হাসপাতালে  ভর্তি করে  বাচ্চা সুস্থ্য  থাকলে  মেডিসিন  দিয়া  আটকাতে  না  পারলে  ডেলিভারি  করে  বাচ্চাকে  Incubator  এ  নিবিড়  পর্যবেক্ষনে  রাখা  ।

* রাউন্ডলিগামেন্ট  ব্যথা  – জরায়ু  বড়  হওয়ার  জন্য  এ  লিগামেন্ট  এ  টান  পড়ে  ও কুঁচকিতে  ব্যথা  হয় ।

* গর্ভবতীকে  ধীরে  চলাফেরা  করতে  হয়  এবং  দু  পায়ের  মাঝে  ও  পেটের  পাসে  বালিশ  দিয়া  শুতে  হয় ।

* ওভারির  টিউ মার  মোচড়  খেলে

হাসপাতালে  ভর্তি  হয়ে  চিকিৎসা  নিতে  হবে ডাক্তারের  পরামর্শ  মোতাবেক  ।

*

জরায়ুর  টিউমার (fibroid ) এ  রেড ডিজেনা রশোন  হলে

হাসপাতালে  ভর্তি  এবং  কনজারভেটিভ চিকিৎসা  ।

* গ্যাসট্রিক  এর  ব্যথা

  ঔশোধ  সেবন  ও বার  বার  খাওয়া

* প্রোষ্রবে  ইনফেকশন  টেস্ট  ও চিকিৎসা এবং  প্রচুর  পানি পান  করা  ।

*কোস্টকাঠিন্য

আঁশযুক্ত  খাবার  ও  পানি  খাওয়া  ।

*Appendix . পিত্তথলী  বা  কিডনীর  পাথরের  কারনে  ব্যথা

চিকিৎসকের  পরামর্শ   অনুযায়ীই  চিকিৎসা ।

* লেবার  শুরু  হওয়া

 হাসপাতালে  ভর্তি  হয়ে বাচ্চা   প্রসব  করানো ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়