গর্ভাশয়ের টিউমার বা ফাইব্রয়েড ও গর্ভধারণ এবং বার বার গর্ভপাত নিয়া কিছু তথ্য

গর্ভাশয়ের  টিউমার  বা  ফাইব্রয়েড   ও  গর্ভধারণ  এবং    বার  বার   গর্ভপাত   নিয়া  কিছু  তথ্য

ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর  নিরীহ  জাতের  টিউ মার -ফাইব্রয়েড  ক্যানসার  নয়  । এ  ধরনের  টিউমার  জরায়ুর  বিভিন্ন  জায়গায়   তিন  দেওয়ালেই  হতে  পারে ।

*  জরায়ুর  সবচেয়ে  ভিতরের  আবরনের (Endometrium)  টিউমার কে          সাবমিউকাস  (Subsmucous) ফাইব্রয়েড বলে । সাবমিউকাস

* জরায়ুর  মাংসের  মধ্যে  হলো  ইন্ট্রোমুরাল(Intramural) ফাইব্রয়েড বলা  হয় ।

* জরায়ুর  উপরিভাগের  ফাইব্রয়েড কে  সাবসেরাস   (Subserous)  বলে  ।

অসুবিধা :

সাবমিউকাস  ফাইব্রয়েড  গর্ভধারণ  ও  গর্ভপাতের  উপর  নেগেটিভ  প্রভাব  ফেলে ।

এ  ধরনের  ফাইব্রয়েড ভ্রুনের  জরায়ুতে  প্রতিস্থাপন  প্রতিহত  করে বলে  বন্ধ্যত্ব  ও গর্ভপাত  হয় ।

 ভ্রুন প্রতিসস্থাপিত হলেও  ভালোভাবে  গ্রথিত (Implantation) হতে  পারেনা -ফলত: গর্ভপাত  হয় ।

গোর্ভোফূল  বড়  হতে  ও বিস্তার  করতে  পারেনা  বলেও  গর্ভপাত  হয়  ।

* এ টিউমার  যদি  টিউবের  বা  জরায়ুর  মুখ  বন্ধ  করে  তবে  বন্ধ্যাত্ব হয়  ।

ইন্ট্রোমুরাল  ফাইব্রয়েড যদি  খুব  ছোট  হয়  এবং  জরায়ুর  দেওয়াল   ভিতরে  চাপ  দিয়া  গহ্বরকে  এবড়োথেবড়ো  না করে  তবে বন্ধ্যাত্ব  ও গর্ভপাত  কোনটি  হয়না ।

পক্ষান্তরে .এ  জাতের  ফাইব্রয়েড বড় হলে এবং জরায়ুর  গহ্বর এবড়োথেবড়ো হলে  বন্ধ্যাত্ব এবং  গর্ভপাত  ২ টিই  হতে  পারে  ।

সাবসেরাস ফাইব্রয়েড সাধারনত: বন্ধ্যত্ব  ও  গর্ভপাতের  উপর  কোন  প্রভাব  ফেলে  না ;

তবে  গর্ভাবস্থায়  মোচড়  খেলে  জরুরি

অপরেশোন  লাগে ।

 গর্ভাবস্থায়  সব ধরনের      ফাইব্রয়েড এ  রেড  ডিজেনারেশন  হয় ।  এ  পরিবর্তনে  পেটে  ব্যথা .জ্বর ও বমি  ভাব  বা বমি  হয় । এহেন  পরিস্থিতিতে  রোগীকে  হাসপাতালে  ভর্তি করে  চিকিৎসা  করতে  হয় ।

 ফাইব্রয়েড ছোট  হলেও বন্ধ্যাত্ব  এর  অন্য  কারন  নাসা থাকলে  অপারেশন  করে  ফেলে  দেওয়া  জরুরি ।

* বার  বার  গর্ভপাত  হলে  জরায়ু  রেখে  ফাইব্রয়েড ফেলে  দিতে হবে  ।

অতএব  জরায়ুতে  ফাইব্রয়েড হলে  আতংকিত  না হয়ে  ডাক্তারের  পরামর্শ  নিতে হবে  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

125 thoughts on “গর্ভাশয়ের টিউমার বা ফাইব্রয়েড ও গর্ভধারণ এবং বার বার গর্ভপাত নিয়া কিছু তথ্য”

  1. Needed to write you this very small word to help thank you so much yet again relating to the stunning tips you have shown on this site. This is so particularly generous of people like you to allow extensively all that a lot of people could possibly have distributed as an e-book to earn some cash for their own end, especially considering the fact that you could have done it if you considered necessary. The good tips also acted like a easy way to be sure that most people have a similar dreams just like mine to grasp a lot more in respect of this condition. I’m certain there are lots of more enjoyable moments ahead for individuals that find out your blog.

  2. I intended to create you a little note just to give thanks as before for all the exceptional guidelines you’ve discussed at this time. It has been certainly incredibly generous of people like you to allow extensively all that a lot of folks could have distributed as an e-book in order to make some bucks for their own end, and in particular considering that you could have done it if you considered necessary. The advice additionally acted as a easy way to be aware that many people have a similar desire just as mine to figure out a good deal more around this condition. Certainly there are a lot more enjoyable instances ahead for folks who browse through your blog.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *