পলিসিসটিক ওভাররিয়ান সিন্ড্রোম( PCOS)-পর্ব -১

পলিসিসটিক  ওভাররিয়ান  সিন্ড্রোম( PCOS)-পর্ব -১

 পলিসিস্টিক  ওভারিয়ান  সিন্ড্রোম  কিএকটা

রোগ ?

না .এটা   মেয়েদের এক  ধরনের  জটিল  অবস্থা  যাতে   বেশ  কতগুলো  উপসর্গের  সমাহার  বিদ্যমান   থাকে ।

 উপসর্গগুলো কি  কি ?

১ ।শরীরের  ওজন  বৃদ্ধি

২[।অবাঞ্ছিত  লোম –

*উপরের  ঠোঁটের  উপরে

*থুতনিতে

*বুকে ও পেটে

*হাত -পায়ে

চামড়ার  উপর  কালো  দাগ  বা প্যাচ _

*গলার  পিছনে

*বগলের  নিচে

*উরুতে  বা  কুঁচকির  আশে -পাশে

৩। মুখে  ব্রন

৪। চুল  পড়া

৫ । অনিয়মিত  পিরিয়ড -দেরি  করে  মাসিক  হওয়া .১/২থেকে  ৬ মাসও মাসিক  বন্ধ  থাকে ।

৬। বন্ধ্যাত্ব  সমস্যা

৭ । দুঃসচিন্তা / বিষন্নতা

৮।  গলার  স্বর  পরিবর্তন

৯ ।  মিলনে  অনীহা

১০। অত্যধিক  মানসিক  চাপ

 ১১ ।স্তন  আকারে   ছোট  হতে  থাকে

উপরোক্ত  লক্ষন গুলো  কেন হয় :

রক্তে পুরুষালী  হরমোন (andrgen) মাত্রাধিক্য

 হয় এবং নারী  হরমোন  (oestrogen) ও   স্বাভাবিক  এর  চেয়ে  বেশি  বাড়ে । Insulin  বাড়লেও  কাজ  পুরোপুরি  করতে  পারেনা  ।

কারন  কি ?

সঠিক কারন  স্পস্ট  নয় .বহুবিধ  কারন  রয়েছে –

* শরীরে হরমোনের  ভারসাম্যহীনতা

*বংশগত (জেনেটিক )

জীবনধারণ  পদ্ধতির   ত্রুটি /পরিবর্তন পরিবেশগত

কখন pcos  শুরু  হয় ?

বয়:সন্ধিকাল  থেকে ।

 কোন  বয়সে  সবচেয়ে  বেশি  দেখা  যায় : ১২ থেকে  ৩৫ বছর  বয়সে  ।

PCOS   নামকরন  হয়েছে  কেন ?

ডিম্বাশয়ের  বাহিরের  অংশে  অনেক  সিস্ট  থাকে  বলে  ।

PCOS  নির্নয়ের  উপায় :

*তলপেটেআর usg

* রক্তে FSH ও LH এর  মাত্রা নিরূপন

*রক্তে  এন্ড্রজেন  এর মাত্রা  দেখা ; আরও  ৩ টি  টেস্ট  করা  যেতে পারে –

TSH  লেভেল

Prolactin level

Insulin   লেভেল ।

বাংলাদেশে  PCOS এর  হার  কত ?

৮-১০% ।

বংশগত  বলতে  কি  বুঝায় ?

মা  বোন  ও খালার   PCOS থাকার  ইতিহাস ।

জীবনযাত্রার  পরিবর্তন  বলতে কি   কি   প্রভাব  ফেলে  PCOS হতে ?

 শারীরিক  পরিশ্রম /শরীরচর্চা  না  করা

ফাস্ট  ফুড  খাওয়া  ।

ভেজাল  খাবার  খাওয়া

i

পরিবেশগত  মানে -অক্সিডেটিভ স্ট্রেস  এর  উপস্থিতি  ও  বৃদ্ধি ।

মানসিক  চাপ  কিভাবে  PCOS হতে  সহায়তা  করে ?

হরমোনের  ভারসাম্যহীনতা   ঘটিয়ে  ।

PCOS  আটকানোর  কি  উপায় ?

সঠিক  কোন  উপায়  এখনও  জানা  যাইনি

তবে  যে  পরিবারে    PCOS এর  ইতিহাস  ও  ডায়াবেটিস  আছে  সে  পরিবারের  মেয়ে  বাচ্চাদের  শরীর  চর্চা  ও খাবারের  ব্যাপারে  খেয়াল  রাখতে  হবে  ।

মুক্ত  বাতাসে  বিচরন  করার  সুজোগ  দিতে  হবে  ।

এবং  লক্ষন  দেখা  দিলে  সাথে  সাথে  ডাক্তার  দেখানো  জরুরি ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়