বন্ধ্যত্ব দূরীকরননে মহিলাদের ডিম্বাশয় উদ্দীপ্ত করা বা টিউব টেস্টের আগে চিকিৎসা শুরুর আগে পুরুষ সংগীর বীর্য বিশ্লেষন অপরিহার্য :

বন্ধ্যত্ব  দূরীকরননে  মহিলাদের  ডিম্বাশয়  উদ্দীপ্ত  করা  বা টিউব  টেস্টের  আগে  চিকিৎসা  শুরুর  আগে  পুরুষ  সংগীর  বীর্য  বিশ্লেষন  অপরিহার্য :

 প্রাচীনকাল  থেকে  অধ্যাবধি  মেয়েদের  এককভাবে  বন্ধ্যাত্বের  জন্য  দায়ী  করা  হলেও  পুরুষের  শুক্রানুর  দরকার  ভ্রুন  তৈরির নিমিত্তে ।

  আজ  আমরা  জানবো  পুরুষের  বীর্য   সম্বন্ধে  গুরুত্বপূর্ন  তথ্য –

 পুরুষালী  দৈহিক গঠন . শারীরিক ও  মানষিকভাবে  মিলনে

স্বক্ষোমোতা এবং  বীর্যপাতই বাবা  হবার  নিশ্চয়তা  দেয় না –

বীর্য  এর  আয়তন( semen volume )

সুস্থ্য শুক্রানুর  সংখ্যা বা count ( পর্যাপ্ততা ) .   শুক্রানুর  জিবোনাষোক্তি (Vitality )  নড়নচড়নের (motility )  ধরন .

.শুক্রানুর . স্বাভাবিক .গঠন .

উন্মুক্ত   চলাচল  পথ

.ইনফেকশন  —–ইত্যাদির উপর  নির্ভর করে  পুরুষের  বাঁচা বাচ্চা  হওয়ার  ক্ষমতা ।

 * সুতরাং .ভালো  ল্যাবে  বীর্য  পরীক্ষা  করা  আবশ্যক ।

*  পরীক্ষার  আগে  কিছু  নিয়ম  পুরুষকে  মেনে  চলতে  হবে ।

  নিয়মগুলো  হচ্ছে –

 # টেস্ট  এর  আগে  ২(মতান্তরে ৩)  থেকে  ৫ দিন  সহবাস  থেকে  বিরত  থাকতে  হবে Abstinence  from  coitus ).

# হস্তমৈথুন  (masterbstion)করা  যাবেনা  উক্ত  2/3 থেকে ৫ দিন ।

# ল্যাবে  একটি  আলাদা  রুমে  বীর্য  সংগ্রহ হস্তমৈথুন করতে  হবে  হস্তমৈথুন এর  সহায়তায়

#কন্টেনারে  পুরো  বীর্য  করতে  হবে সংগ্রহ

# ননটোক্সিক  কনডমেও সংগ্রহ করা  যায় ।

 # হস্তমৈথুন এর  মাধ্যোমে  বীর্য  সংগ্রহ করতে  না পারলে স্ত্রী সহবাসে  বিরতি (coittus  interruptus ) এনে  পুরো  বীর্য  সংগ্রহ  যায়

# ল্যাবে  সংগ্রহ সম্ভব  না  হলে কোন  বাড়ি  বা  হোটেলে  সংগ্রহ করে  ৩০ মিনিটের  মধ্যে  ল্যাবে  পৌছাতে  হবে সংগৃহিত  বীর্য ।

যাঁরা  উপরোক্ত  পন্থায়  বীর্যপাতে  সক্ষম  নন  তাঁদের  এলেত্রোএজকূলতোর বা  prostate  massage  করে  বীর্য  নেওয়া  যায়  টেস্ট  এর  জন্য ।

ল্যাবের  রিপোর্ট  ডাক্তাকে   দেখবেন ।

পরবর্তী  চিকিৎসা  দু  জনের  রিপোট  অনুযায়ী  হবে  ইনশাল্লাহ ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

328 thoughts on “বন্ধ্যত্ব দূরীকরননে মহিলাদের ডিম্বাশয় উদ্দীপ্ত করা বা টিউব টেস্টের আগে চিকিৎসা শুরুর আগে পুরুষ সংগীর বীর্য বিশ্লেষন অপরিহার্য :”

  1. Spot on with this write-up, I really think this web site needs much more attention. I’ll probably be returning to read more, thanks
    for the info!

  2. This design is incredible! You definitely know how to keep a
    reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog
    (well, almost…HaHa!) Great job. I really loved what you had to say,
    and more than that, how you presented it. Too cool!

  3. Outside the average size of male penius East Water Gate, the wind was piercing and the water was still cold, but in the Xiaoxiao Beifeng, a average size of male penius The Rare Truth About Penis Size set of high standard honor guards had been waiting for a long time cialis for sale in usa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *