মহিলাদের ডিম্বাশয়ে (ovary ) ক্যান্সার সম্বন্ধে কিছু জরুরী তথ্য:
প্রথমে আমরা জেনে নেই ডিম্বাশয়ের ক্যান্সার কি ?
শুধুমাত্র ডিম্বাশয় থেকেই ক্যান্সারের উৎপত্তি ঘটলেই তাকে ডিম্বাশয়ের ক্যান্সার বলা হয় । অন্য অঙ্গের ক্যান্সার স্থানচ্যুত হয়ে ডিম্বাশয়ে স্থাপিত হলে তাকে ডিম্বাশয়ের ক্যান্সার বলা যাবেনা ।
ডিম্বাশয় এর
কারন : সঠিক করে বলা যায়না; মনে করা হয় জিনগত / বংশানুক্রমিক ।
ঝুঁকিসমূহ :
একবারও গর্ভধারন না করে থাকলে
মেয়ে হরমোন নিলে
বন্ধ্যত্ব চিকিৎসার মেডিসিন পেলে
রক্ত – সম্পর্কের কেউ (মা -বোন .খালা ) ক্যানসারে আক্রান্ত হলে বা মারা গেলে ।
বয়স –
২০ বছরের নিচে (শিশু /কিশোরীদের )
৪৫ বছরের বেশি বয়সে ডিম্বাশয়ের ক্যান্সার
পরিলক্ষিত হয়
মেনোপজের পর ডিম্বাশয়ের
ক্যান্সারের মাত্রা বাড়তে থাকে । তবে অল্প -সল্প পরিসরে যেকোন বয়সে হতে পারে ।
ডিম্বাশয় এর ক্যান্সার নীরব ঘাতক ;প্রথম অবস্থায় তেমন কঠিন উপসর্গ রুগী বুঝেন না -শেষে এই ক্যান্সার বিস্তারলাভ করলে চিকিৎসা ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়ে ।
লক্ষন :
খিদা হ্রাস পাওয়া
খাবারে অরুচি
পেট ভরে থাকা ভাব
হজমে অসুবিধা /বদ হজম
বমি ভাব বা বমি
পেটে ফাপ ধরে থাকা বা পেট ফোলা
তলপেট ভার ভার লাগা
তলপেটে / বোস্তিকোটোরে ব্যথা কোস্টকাঠিন্য /ডায়রিয়া
জোনীপথ দিয়া রক্ত যাওয়া
সহবাসের সময় বা পরে তলপেটে ব্যথা
হুট করে ওজন কমে যাওয়া
রক্তশূন্য হওয়া
মেনোপজ এর পর হটাত মাসিকের রাস্তা দিয়া রক্ত যাওয়া ।
ওভারিয়ান ক্যান্সার এর ধাপ :
এই ক্যান্সার এর বিস্তার অনুযায়ী ৪ টি ধাপ রয়েছে । ধাপ সাপেক্ষে রুগীর চিকিৎসা দলগতভাবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং রডিওলো জিস্ট করে থাকেন ।
চিকিৎসা :
সার্জারি
কেমোথেরাপি
রেডিওথেরাপি
হতাশার মধ্যেও আশার আলো হচ্ছে বর্তমানে কেমোথেরাপি দিয়া রুগীর জীবন -যাত্রার মান উন্নত সহ আয়ু বৃদ্ধি আল্লাহর কৃপায় সম্ভব হচ্ছে ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
Very nice post. I simply stumbled upon your weblog and wished to mention that I’ve truly enjoyed surfing around your blog posts.
Cialis
http://buystromectolon.com/ – Stromectol
https://buytadalafshop.com/ – Cialis
Neurontine
http://buyneurontine.com/ – gabapentin in dogs
Cialis
Cialis
Lasix
Foros Cialis Contrareembolso
Priligy
plaquenil class action lawsuit
gabapentin 100 mg
stromectol uk ivermectin topical
buy ivermectin cream generic ivermectin
ivermectin cream canada cost cost of ivermectin lotion
where to buy stromectol ivermectin cream
ivermectin price uk ivermectin 1 cream generic
sildenafil review sildenafil citrate tab 20mg
sildenafil citrate from india apodefil sildenafil 50 mg
sildenafil gel uk prescription coupon sildenafil 20mg
where Do The Generic Cialis Come From They Work For Me?
how To Take 20 Mg Cialis?
what Is The Cost Of Cialis For Daily Use?
buy priligy reddit Aliskiren belongs to a class of drugs called direct renin inhibitors