মাসে ২ বার পিরিয়ড সমস্যর সমাধান ও গর্ভধারণ :

২২ বছর বয়স্ক মিসেস মুক্তা ২ বছর ধরে সন্তান ধারনের চেস্টা করছিলেন । তাঁর মাসে ২ বার পিরিয়ড হইতো ; হরমোনের সমস্যার জন্য সাধারনতঃ ২ বার পিরিয়ড হতে পারে । টিনেজরা মাসে ২ বার পিরিয়ড সমস্যায় বেশি ভুগেন ; তাছাড়া , যাঁরা স্ট্রেস , অতিরিক্ত পরিশ্রম, নির্ঘুম , খাদ্য গ্রহনে অনিচ্ছা , হটাৎ শরীরের ওজন কমান বা বৃদ্ধি – তাঁরাও এ ধরনের পিরিয়ড সমস্যায় ভুগেন ।

মিসেস মুক্তা , বিবাহের পর শশুরবাড়ির খাওয়া – দাওয়া ও আইন – কানুন এবং কাজকর্মের সহিত নিজেকে খাপ খাওয়াতে না পেরে ভীষন মানসিক চাপে থাকতেন । তাঁকে কাউন্সেলিং করার পর সন্তান ধারনের ঔষধ খেতে দিলাম । আল্লাহর অশেষ কৃপায় , তিনি গর্ভধারণ করেন । আমিন ।