মেয়েদের যোনিপথ দিয়ে সাদাস্রাব বের হওয়ার কারন ও প্রতিকার

শুধিবৃন্দ .মেয়েদের  সাদাস্রাব নিযে  আমরা  যত  উদ্বিগ্ন  থাকি  সবক্ষেত্রে  .এ   উপসর্গ  কিন্তু  বিশেষ  কোনো রোগের  নয় ।

 ১ ।মেয়ে  নবজাতকের  যোনিপথ  দিযে  যে  স্রাব  যাই  তা  সাভাবিক । আপনারা  শুনে  অবাক  হবেন যে  মাসিকের  মতো   রক্তও  দেখা  দেই -এরকম  হলে  ঘাবড়াবেন  না  বরং  ণিস্চিত  হবেন  যে  মেয়েটির  জরায়ু  ও  যোনিপথ  ঠিক আছে ।

২ । মেয়ে  শিশু যখন   কিশোরী  ও যুবতী  হতে  চলে  তখন  সাদা  স্রাব এর আবির্ভাব ঘটে -য়া  সম্পূর্ন  নরমাল ।

৩ । প্রেগন্যান্ট  মহিলার – বাচ্চা  প্রসবের  সময়  এগুতে  থাকলে  যোনিপথে  স্রাব  এর আধিক্য  ঘটে ;এটিও  সাভাবিক ।

৪। ডিম্বাশয়  থেকে  ডিম্বানু  মুক্ত  হওয়ার  সময়  ও  কযেকদিন  আগে  সাদা  স্রাব  পরিলক্ষিত  হয় -যাও  নরমাল  ।

৫। সহবাস  বা যৌনউত্তেজনা  হলে  সাভাবিক  সাদা  স্রাব  যোনিপথে  নির্গত  হয় ।

মহিলারা  অপুস্টিতে  ভুগলে সাদা  স্রাব  থেকে  মুক্তি  পাওয়ার  জন্য  পুস্টিকর  খাবার  খেতে  হবে ।

অপরিস্কার  থাকলে এবং  মাসিকের  সময়  নংরা  ন্যাকড়া  ব্যবহার  করলে   অতিরিক্ত  সাদাস্রাব  সাস্থ্যসম্মত  নয় । পরিছন্ন  থাকতে  হবে ।।

ছোট  শিশু খেলার  ছলে  কিছু  বস্তু  যোনিপথে  না  বুঝে  প্রবেশ  করলে   আ লক্ষন  দেখা  দিলে দেরি  না  করে   ডাক্তার  দেখবেন ।

যোনিতে  ভুলবশতঃ  কনডমের  অংশ  বা  ট্যাম্পুন  থাকলে  অতিরিক্ত  সাদা স্রাব  হলে  -সেগুলি  বের  করে  ফেলুন ।

স্রাবের রং  সাদা না   হয়ে –  লালচে সবুজ, হালকা  হলুদে,ফেনা ফেনা, ছানার  মতো দুর্গন্ধযুক্ত এবং  সাথে  মেয়েদের  বোহি: যৌনাওংগে  চুলকানী

ফুস্কূরি বা ঘা ও  জালাপোড়া.সহবাসে ব্যথা  প্রস্রাবে  জালা পোড়া   তলপেটে  ব্যথা  থাকলে   এবং ফুলে  লাল  হলে অসাভাবিক  বলে  গন্য  হবে ।

উক্ত  সমস্যা গুলো  বিভিন্ন  ধরনের  জীবানু  সংক্রমনের  ফলে  ঘটে  ।  জীবানুগুলোর  কিছু  কিছু  যৌনবাহিত  । কাজেই  নিরাপদ  সহবাসই  সবার  কাম্য ।

উপসর্গগুলি  বুঝে ঝটপট  ডাক্তার  দিয়া  শারীরিক  পরীক্ষাসহ  ল্যাব  টেস্ট  করতে  হবে এবং  মেডিসিন  খেতে  ও  ব্যবহার  করতে  হবে । ব্যক্তিগত  পরিস্কার  পরিছন্নতার  দিকে  নজর  রাখতো হবে ।  সুতি ও পরিস্কার  অন্তর্বাস  পরিধান  করতে  হবে ।  যাঁরা অনিয়েনত্রিতো  ডায়াবেটিস  এ ভুগছেন  antibiotic  খাচ্ছেন  তাঁরা এসমস্ত  অসুবিধায় পড়তে  পারেন । নিরাশ  হবার  কিছু  নেই  সবই  নিরাময়যোগ্য ।

অতিরিক্ত  সাদা  স্রাব  কোন  কোন  সময়  জরায়ুর  মুখের  ক্যান্সার  শুরুর  আগে  হয়ে  থাকে । বহুগামী  মহিলা  বা  তাঁর  হাজবেন্ড  বহুগামী  হলে  বা  হাজবেন্ড এর  আগের  সঙ্গিনী  জরায়ুর  মুখের  ক্যান্সার এ  ভুগলেও টেস্ট  করা  জরুরি  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

729 thoughts on “মেয়েদের যোনিপথ দিয়ে সাদাস্রাব বের হওয়ার কারন ও প্রতিকার”

  1. I wanted to put you the tiny remark to be able to thank you over again on your precious strategies you have provided on this page. It was really strangely open-handed with you to make unhampered precisely what many people would’ve offered for sale for an ebook to get some money for themselves, notably now that you might have tried it in case you desired. These solutions in addition served to be the good way to know that some people have the identical interest really like my personal own to learn more and more when considering this matter. I believe there are several more pleasant sessions in the future for many who read through your site.

  2. Pingback: sildenafil 100mg uk

  3. Pingback: cvs cialis

  4. hey there and thank you for your info – I have certainly picked up
    something new from right here. I did however expertise
    some technical points using this website, since I experienced to reload the web site a
    lot of times previous to I could get it to load correctly.
    I had been wondering if your web host is OK? Not
    that I’m complaining, but sluggish loading instances times
    will sometimes affect your placement in google and could damage your high quality score if advertising and
    marketing with Adwords. Anyway I am adding this RSS to my email and can look out for much more of your respective fascinating content.
    Ensure that you update this again soon.

  5. Pingback: sex games for women