এন্ডমেট্রিওসিস পর্ব -১

এন্ডমেট্রিওসিস  পর্ব  -১ 

এন্ডোমেট্রিওসিস .  বন্ধ্যত্বের  উপর  এর  প্রভাব  এবং  প্রতিকার :

এন্ডমেট্রিওসিসা  হচ্ছে এক  ধরনের  মহিলা  রোগ যা  মেয়েদের  প্রজননকালে  দেখা  যায় । জরায়ুর  সবচেয়ের  ভিতরের  আবরনকে  এন্ডোমেট্রিয়াম  বলে .ডিম্বাশয়  এর  হরমোনের  প্রভাবে প্রতিমাসে  এই  এন্ডোমেট্রিয়াম   পুরু  হয় এবং  গর্ভধারণ  না  হলে  ভেংগে  গেলে  পিরিয়ড  হয় । 

উক্ত  এন্ডমেট্রিয়াম  জরায়ুর  ভিতর  ছাড়া  শরীরের  অন্য  জায়গায়  প্রতিস্থাপিত  হয়ে  মাসিকের  সময়  বৃদ্ধি  পোয়ে  অনাকাংখিত  অবস্থানে  রক্তক্ষরন  হলে  এন্ডোমেট্রিওসিস  বলে  । এ  ধরনের  এন্ডোমেট্রিয়ামকে এক্টোপিক  এন্ডমেট্রিয়াম  বলে । 

কোথায় কোথায় এন্ডোমেট্রিওসীস হয় ?

ডিম্বাশয় 

টিউব 

জরায়ুর  পৃস্ঠতলে 

বোস্টিকোটরের  পাতলা  পর্দায় (পেরিটোনিয়ম )

ওমেন্টম (omentum )

অন্ত্রে  (intestine )

ইউটেরোস্যাকরাল  লিগামেন্ট (uterosacral  ligament )

মূত্রথলিতে 

নাভিতে 

 সিজার  অপারেশন  এর  কাটা  জায়গায় 

tইপিসিওটমির  (delivery  এর  সময়  বাহির  যৌনাঙ্গের  কাটা)  জায়গাই সেলাই এর  জোড়ায় ।

 উপসর্গ   কি  কি ?

 কিছু  ক্ষেত্রে কোন  উপসর্গ  নাও  থাকতে  পারে

পিরিয়ডের  সময়  স্বাভাবিক  এর  চেয়ে  বেশি  রক্তক্ষরন 

দুই  মাসিকের  মধ্যবর্তী  সময়ে  অল্প  অল্প  (spotting ) করে  রক্ত  যাওয়া 

পিরিয়ডের  সময়  প্রচুর  পেটে  ব্যথা  ;শেষের  দিকে  সবচেয়ে  বেশি  ব্যথা 

সারা  মাস  জুড়ে  কিছু  ব্যথা  থেকেই  যায় 

পায়খানা / প্রস্রাবের  সময়  ব্যথা 

শারীরিক  মিলনে  ব্যথা 

গর্ভধারণ  না  করা (বন্ধ্যাত্ব ) 

ব্যথার  ধরন  কেমন ?

ছুরিকাঘাতের  মত /টান  দিয়া  সব  নাড়ি  বের  করার  মত । 

ব্যথা লাঘবের  জন্য  কি  করতে  হয় ? ব্যথানাশক  ঔষধ  সেবন /ইনজেকশন /ডুস  নিতে  হয় । অনেক সময়  এ  ব্যথা  এতোই  বেশি  হয়  যে  রুগী  কোন  কাজই  করতে  পারেন না.জীবনযাপন  দুর্বিসহ  হয়ে  পড়ে ।

 এন্ডোমেট্রিওসিসের বিস্তোরের উপর  কি  ব্যথা  নির্ভর  করে ?

 সবসময়  বিস্তোরের  উপর  কি  ব্যথা  নির্ভর করে ?

 করেনা ; অনেকে  বন্ধ্যাত্ব  নিয়া  আসলে  এন্ডোমেট্রিওসিস ধরা পড়ে ;অনেকে  আবার  সল্প  এন্ডোমেট্রিওসিস  এ  অনেক  উপসর্গ  নিয়া  আসেন ।  

অবিবাহিত  অল্প  বয়সের  মেয়েদের  কি  এটা হতে  পারে ? 

হা 

এসব  মেয়েদের  জন্য  ভালো কোন  পরামর্শ  আছে ?

হা ;যেহেতু  এরোগ  একবার  হলে  থেমে  থাকেনা  সেহেতু  অভিভাবকদের  তাড়াতাড়ি  মেয়েদের  বিবাহ  দিয়া  বাচ্চা  নেওয়ার  জন্য  সচেতন   করান ।

 বাচ্চা   নিলে  কি সুবিধা  হবে  ?

বাচ্চা গর্ভে  থাকলে  ও স্তন্যদান  করলে  রোগীর  পিরিয়ড  বন্ধ  থাকে  বলে  অস্বাভাবিক  জায়গার  এনোডোমেট্রিয়াম  থেকে  দির্ঘোদিঁন  রক্তক্ষরন না  ঘটায়  ওগুলো  নিস্ক্রিয়  এবং  নিশ্চিহ্ন  হয়ে  যায়  ও  এ রোগ  ভালো  হয়ে  যেতে  পারে । 

এন্ডোমেট্রিওসিস  কিভাবে  ডায়াগনোসিস  করা  যাবে ? 

* ইতিহসে  পিরিয়ডের  সময়  বিশেষ  বৈশিস্ট  ধরনের  ব্যথা এ  রোগের  খেয় দেয়  । 

*USG-এ  রোগ  অতিরিক্ত  মাত্রায়  বিস্তর  হলে  ও এন্ডোমেট্রিওটিক  সিস্ট  বা  চকোলেট  সিস্ট 

 তৈরি  হলে  usg  এ  ধরা  পড়ে । 

* ল্যাপারোস্কোপী -এটি  সবচেয়ে  ভালো  উপায় ;একই  সাথে  রোগ  নির্নয় .বিস্তর এবং  চিকিৎসা  দেওয়া  যায় । 

পরবর্তীতে  আমরা  জানবো  এ  রোগের  বিস্তর ..চকোলেট  সিস্ট জটিলতা  ও  চিকিৎসা  সম্বন্ধে  ।

42 thoughts on “এন্ডমেট্রিওসিস পর্ব -১”

  1. Needed to send you the very little word to finally thank you so much the moment again regarding the splendid things you have shared on this site. This has been simply tremendously open-handed with you to present unreservedly what most people would’ve sold for an electronic book to help with making some money on their own, primarily seeing that you might well have tried it in the event you wanted. Those techniques in addition worked to become a great way to realize that someone else have the same passion similar to my very own to see somewhat more with reference to this problem. I know there are some more pleasurable situations up front for people who see your website.

  2. I do not even know
    how I stopped up right here, but I thought this publish
    used to be good. I do not know who you
    are however definitely you are
    going to a well-known blogger when you are not already.

    Cheers!

  3. An independent data and safety monitoring committee performed a single, prespecified interim analysis to consider early termination of the trial for efficacy when 632 primary efficacy events had occurred does viagra make you bigger reddit Der Patient benötigt, um cialis generika 24 das Gefühl, dass die helpgiver war stark, apotheke cialis lilly und wurde daher anfängliche viagra haltbarkeit Höflichkeit levitra bier des Therapeuten als Schwäche und Mangel an Interesse wahrgenommen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *